US: কলোরাডো সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে তাণ্ডব, গ্রেফতার ১
ঘটনার জেরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
কলোরাডোর সপ্রিম কোর্টের (Colorado Supreem Court) ভেতর ঢুকে গুলি ১ ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যালট ২০২৪ থেকে বাদ দেওয়ার ঘটনার পরেই এই ধরনের ঘটনা ঘটল।
ঘটনার পরেই বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে শুরু করে বিচারকদের উদ্দেশ্যে। এফবিআই এবং পুলিশের তরফে বিষয়টির তদন্ত চলছিল। তার মধ্যেই ঘটে এল এই ধরনের ঘটনা। যদিও মঙ্গলবারের ঘটনার সঙ্গে কোন যোগসূত্র নেই বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা।
মঙ্গলবার রাত ১.১৫ মিনিটে এই ঘটনাটি ঘটে। এবং ভোর ৩ টে নাগাদ পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত ব্যক্তি। ঘটনায় কেউ আহত না হলেও কোর্টের ভেতরে বেশ কিছু জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঘটনায় যে চারজন বিচারক ট্রাম্পকে ২০২৪ কলোরাডো ব্যালট থেকে বাদ দিয়েছেন তাদেরেকে কেন্দ্র করে নয় বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা।
অভিযুক্ত ব্যক্তি প্রথমে গুলি চালিয়ে জানালার কাঁচ ভাঙে, তারপর ভেতরে গিয়ে গার্ডকে বন্দুকের নিশানায় রেখে চাবি নিয়ে নেয় এবং আদালতের বিভিন্ন অংশে ঢুকে পড়ে তান্ডব চালায়।