US: মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনা, প্রাক্তন পুলিশ অফিসারকে ১১ বছরের সাজা শোনাল মার্কিন আদালত

প্রাক্তন পুলিশ অফিসারকে হামলায় যুক্ত থাকার অপরাধে ১১ বছরের সাজা শোনান হয়

US Capitol Riot (File Photo)

মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনায় এক পুলিশ অফিসারকে ১১ বছরের কারাদন্ডের নির্দেশ দিল মার্কিন আদালত। অ্যালান হসটেটার নামের প্রাক্তন পুলিশ অফসিরকে সাজা শুনিয়েছেন ইউএস ডিসট্রিক্ট জাজ রয়েস সি ল্যামবার্থ।

জুলাই মাসে বেশ কিছু অভিযোগ ছিল এই প্রাক্তন অফিসারের বিরুদ্ধে। যার মধ্যে সরকারী কাজে বাধা দেওয়া, অস্ত্র সহ এমন বিল্ডিংয়ে অনুপ্রবেস করা যাতে ঢোকা নিষিদ্ধ ছিল।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে  সক্রিয়ভাবে যড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ছিল অ্যালানের বিরুদ্ধে। জানুয়ারীর ৫ তারিখ, ক্যাপটলে হিংসাত্বক কার্যকলাপের একদিন আগে একটি মিছিলের আয়োজন করেছিল অ্যালান। সেখানে তিনি হিংসাত্বক একটি ভাষণ দিয়েছিলেন। ঠিক তার পরের দিন বিভিন্ন রকমের যুদ্বের সরঞ্জাম সহ মার্কিন ক্যাপিটলে গিয়েছিলেন অ্যালান। দাঙ্গাকারীদের সঙ্গে তাকেও দেখা গিয়েছিল হামলার দিন বলে দাবি প্রশাসনের।

১০ জুন ২০২১ সালে তাঁকে গ্রেফতার করে এফবিআই। এর পাশাপাশি আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় অ্যালানের পাশাপাশি।

হসটেটার ১৯৮০ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। অরেঞ্জ কান্ট্রি শেরিফ হিসেবে যোগদানের পূর্বে তিনি জার্মানিতে নিযুক্ত ছিলেন। এর পরে লা হাবরা তে পুলিশ প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি।