US Election Results 2024: ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস, আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি কে? নির্ধারণ করল AI

ChatGPT কে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হবেন বলে প্রশ্ন করলে, সেখান থেকে আসে অন্যরকম উত্তর। জানায়, ডোলান্ড ট্রাম্প বা কমলা হ্যারিস নন, এবার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে এক কালো ঘোড়া জয়ী হবেন।

US Election Results 2024: ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস, আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি কে? নির্ধারণ করল AI
Donald Trump, Kamala Harris (Photo Credit: Instagram)

দিল্লি, ৫ নভেম্বর: আমেরিকায় (US Election Results 2024) ভোট চলছে। বিশ্বের অন্যতম শক্তিধর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা স্থির করছেন সে দেশের মানুষ। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) না ভারতীয় বংশোদ্ভুদ কমলা হ্যারিস (Kamala Harris), কে বসবেন আমেরিকার মসনদে, তার বাছাই পর্ব চলছে। কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে তাঁদের রাষ্ট্রপতি পদপ্রার্থী পদ নিয়ে, সেই সময় এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এক অন্য দাবি করল।

ChatGPT কে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হবেন বলে প্রশ্ন করলে, সেখান থেকে আসে অন্যরকম উত্তর। জানায়, ডোলান্ড ট্রাম্প বা কমলা হ্যারিস নন, এবার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে এক কালো ঘোড়া জয়ী হবেন। যিনি অন্ধকার থেকে উঠে এসে রাষ্ট্রপতি পদে বসে আমেরিকার মানুষের পথ আলোকিত করবেন। অন্ধকার থেকে উঠে এসে আমেরিকার মসনদ দখল করবেন সেই কালো ঘোড়া। এমনই দাবি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার তরফে।

আরও পড়ুন: US Election Results 2024: গর্বের মুহূর্ত, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে নিউ ইয়র্কে ইংরেজির সঙ্গে বাংলা ভাষায় ছাপল ব্য়ালট পেপার

শুধু তাই নয়, এবার আমেরিকার নির্বাচন সম্পন্ন হলে ট্রাম্প-কন্যা ইভাঙ্কা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। সেই সঙ্গে টেসলা সিইও এলন মাস্কের ভূমিকাও হোয়াইট হাউসে বাড়বে বলে জানানো হয় AI এর তরফে।