Russia-Ukrain War : ইউক্রেনকে আরও একদফা অস্ত্র সাহায্য ঘোষণা বাইডেন প্রশাসনের

নতুন করে ১২৮ মিলিয়ন ডলারের অস্ত্র সাহায্যের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Photo Credit ANI

ইউক্রেনকে নতুন করে সামরিক অস্ত্র সাহায্য দেওয়ার কথা জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন এই নিরাপত্তা আশ্বাসের ক্ষেত্রে দেওয়া হবে ১২৮ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য।এরপাশাপাশি পূর্বের ১৯৮ মিলিয়ন ডলারের সাহায্য, যা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তাও ইউক্রেনকে দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের মধ্যে দিয়েই এই নতুন প্যাকেজ ঘোষণার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রসঙ্গে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন "প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার ভিত্তিতে একটি নতুন প্যাকেজ তৈরি করা হয়েছে ইউক্রেনের জন্য।প্রতিরক্ষা দফতর থেকে এই এই সামরিক অস্ত্র দেওয়ার কথা জানানো হয়েছে।"

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যাতে আরও শক্তভাবে নিজেদের মাটি রক্ষা করতে পারে তার জন্যই এই সামরিক সাহায্যের প্রতিশ্রুতি ঘোষমা করা হল বাইডেন প্রশাসনের তরফে।

নিজের এক্স হ্যান্ডেল থেকে জেলেনস্কি জানান, রাশিয়ার যুদ্ধপরাধের কারণে ইউক্রেনের নাগরিকরা প্রভূত ক্ষতির স্বীকার হয়েছে।কিন্তু আমরা রাশিয়ার দখলদারদের হাত থেকে হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করেছি।আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি বিজয় খুব কাছেই।আলোচনাতে আমরা যুদ্ধের পরিস্থিতি এবং তার জন্য যাবতীয় প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছি। ইউক্রেনের জয় এটা নিশ্চিত করবে যাতে রাশিয়া বা অন্য কোন দেশ পৃথিবীর শান্তি যাতে বিঘ্নিত না করতে পারে।জিততে হলে আমাদের একসঙ্গে জোট বেধে থাকতে হবে এবং কাজ করতে হবে। "

ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভবিষ্যত কোথায় এবং পশ্চিমা শক্তির মদতে এই যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে সংশয় রয়েছে আর্ন্তজাতিক মহলে।