Ukrainian Drones: টুইন টাওয়ারের ধাঁচে রাশিয়ার বহুতলে ড্রোন হামলা, দেখুন ভিডিয়ো
গতকাল ইউক্রেনের রাজধানী কিভে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ করেছিল পুতিন বাহিনী। এবার তার পাল্টা রাশিয়ার কাজানে একের পর এক আধুনিক ড্রোন হামলা চালাল ইউক্রেন।
মস্কো, ২১ ডিসেম্বর: Ukrainian Drones Attacked the Russian City of Kazan and its Airport: খ্রিস্টমাস, বর্ষশেষের পার্টি নিয়ে যখন ব্যস্ত দুনিয়া, তখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ একেবারে তুঙ্গে উঠেছে। গতকাল ইউক্রেনের রাজধানী কিভে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ করেছিল পুতিন বাহিনী। এবার তার পাল্টা রাশিয়ার কাজানে একের পর এক আধুনিক ড্রোন হামলা চালাল ইউক্রেন। মস্কো থেকে ৮০০ কিলোমিটার পূর্বে উপস্থিত কাজানে ইউক্রেন সেনার আটটা ড্রোন ক্রমাগত হামলা চালাল কাজানের বেশ কয়েকটি বহুতল, আবাসন ও বাড়িতে। কাজানের মেয়রের অফিস থেকে জানানো হল সোভেতস্কাই, কিরোস্কাই ও প্রিভলঝিকস্কি জেলার ৬টি বাড়িতে ড্রোন হামলার পর বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্ধ কাজান বিমানবন্দর
একের পর এক ড্রোন হামলার জেরে কাজান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। গোটা শহরে লাল সতর্কতা জারি করা হয়। রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে উড়ে আসা বেশীরভাগ ড্রোনই আকাশেই ধ্বংসা করা গিয়েছে, তবু কয়েকটি ড্রোন সাধারণ মানুষের বাড়িতে আঘাত করে।
দেখুন ভিডিয়ো
এই হামলার সবচেয়ে ভয়াবহ ভিডিয়োটি আসে, কাজানের ১৫ তলা এক বহুতলে সোজা এসে ধাক্কা মারে একটি ড্রোন। যার সঙ্গে অনেকেই আমেরিকায় ট্যুইন টাওয়ারে বিমান হামলার মিল খুঁজে পাচ্ছেন।
আঘত-পাল্টা আঘাত
এদিন ভোরে মস্কো থেকে ১১৩টি ড্রোন ইউক্রেনের আকাশে উড়ে আসে। তার মধ্যে ৫৭টি রাশিয়ান ড্রোন ধ্বংস করে ইউক্রেনের সেনা। ৫০টি-রও বেশী ড্রোন ইলেকট্রনিক জ্য়ামিংয়ের কারণে হারিয়ে যায় বলে জেলেনস্কির দাবি। রাশিয়ার ড্রোন আঘাতে ইউক্রেনে ৮ জন গুরুতর জখম হন।