Volodymyr Zelensky: রাশিয়ার সেনা অভিযানের মাঝে ফটোশ্যুট, ভগের কভারে ইউক্রেনের প্রেসিডেন্ট
এবার ভগ ম্যাগাজিনের কভারে দেখা গেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভগের কভারে দেখা যায় জেলেনস্কি পত্নীকেও।
দেশ জুড়ে অব্যাহত যুদ্ধের আবহ। রাশিয়ার (Russia) বিশেষ সেনা অভিযানের জেরে কার্যত লণ্ডভণ্ড ইউক্রেন (Ukraine) । রুশ সেনার হামলার জেরে দেশ ছেড়েছেন বহু মানুষ। যার জেরে ইউরোপীয় ইউনিয়নের দ্বারস্থ হয়ে মস্কোর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর আহ্বান বার বার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশে যখন যুদ্ধের আবহ অব্যাহত, সেই সময় একেবারে অন্য রূপে দেখা গেল ইউক্রেনের প্রেসিডেন্টকে।
এবার ভগ ম্যাগাজিনের কভারে দেখা গেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelensky)। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভগের কভারে দেখা যায় জেলেনস্কি পত্নীকেও। যা দেখে কার্যত অবাক হয়ে যান নেটিজেনরা। যুদ্ধের আবহে ভাঙাচোরা ইউক্রেনের মাঝে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে দেখা যায় সে দেশের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাকে। ভগের অক্টোবরের সংখ্যায় দেখা যাবে ভলোদিমির জেলেনস্কি এবং ওলেনা জেলেনস্কার এই ফটোশ্যুট।
ভলোদিমির জেলেনস্কি এবং ওলেনা জেলেনস্কার এই ছবি খুবই শক্তিশালী এবং বিশেষ অর্থবহ। রাশিয়ার বিশেষ সেনা অভিযান রুখে দিতে ভলোদিমির জেলেনস্কির এই ফটোশ্যুট যথেষ্ট কার্যকর হবে বলেও মত প্রকাশ করেন অনেকে।