UK Prime Minister Boris Johnson: করোনা মুক্তির পর বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
করোনাভাইরাসের কবল থেকে কয়েকদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অফিসও যাচ্ছেন তিনি। এবার আরও বড় সুখবর এল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (UK Prime Minister Boris Johnson ) জন্য। বুধবার তাঁর বাগদত্তা ক্যারি সিমন্ডস (Carrie Symonds) সন্তানের জন্ম দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে এই খবর জানানো হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার সকালে লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যারি৷ মা এবং সন্তান দু'জনই সুস্থ আছে৷
লন্ডন, ২৯ এপ্রিল: করোনাভাইরাসের কবল থেকে কয়েকদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অফিসও যাচ্ছেন তিনি। এবার আরও বড় সুখবর এল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (UK Prime Minister Boris Johnson ) জন্য। বুধবার তাঁর বাগদত্তা ক্যারি সিমন্ডস (Carrie Symonds) সন্তানের জন্ম দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে এই খবর জানানো হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার সকালে লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যারি৷ মা এবং সন্তান দু'জনই সুস্থ আছে৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার বাগদত্তার এক মুখপাত্র বলেছেন, বুধবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন সিমন্ডস। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার বাগদত্তা উভয়ই আনন্দিত। খবরে বলা হয়েছে, ৫৫ বছর বয়সী জনসন ও ৩২ বছর বয়সী সিমন্ডস মার্চ মাসে জানান, তাঁরা গ্রীষ্মের শুরুতেই নতুন অতিথি বাড়িতে আসছে তাঁদের। এই প্রথমবারের মতো কোনও অবিবাহিত দম্পতি হিসেবে তাঁরাই ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেন। আরও পড়ুন: White House Unfollows PM Modi: বন্ধুত্বে চিড়? নরেন্দ্র মোদিকে টুইটারে আনফলো করল হোয়াইট হাউস
করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে গত সোমবারই কাজে যোগ দিয়েছেন বরিস জনসন। এ ছাড়া সিমন্ডসেরও করোনার উপসর্গ দেখা দেয়।