Typhoon Hinnamnor: উত্তাল সমুদ্র, ঘরবাড়ি ডুবছে জলে, মহাশক্তিশালী টাইফুন হিন্নামনরে ওলটপালট দক্ষিণ কোরিয়া, দেখুন
হিন্নামনরের প্রভাবে যেমন বৃষ্টি শুরু হয়েছে, তেমনি একাধিক জায়গায় ভূমি ধ্বসও দেখা দিয়েছে। রাজধানী সিওলের অবস্থাও বেশ খারাপ। সিওলে ইতিমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
সিওল, ৬ সেপ্টেম্বর: দক্ষিণ কোরিয়ায় (South Korea) আছড়ে পড়েছে হিন্নামনর (Hinnamnor)। ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী টাইফুন (Typhoon) আছড়ে পড়েছে দক্ষিণ কোরিয়ায়। যার জেরে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৬৬ হাজার মানুষকে সরানো হয়েছে। বুসানের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। সোমবার থেকেই বুসানে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। বুসানে এক নাগাড়ে যেমন বৃষ্টি শুরু হয়েছে, তেমনি উত্তাল সমুদ্র। রাস্তাঘাট সমুদ্রের ঢেউয়ে ভেসে যেতে শুরু করেছে। সেই সঙ্গে উত্তাল হাওয়া। সবকিছু মিলিয়ে হিন্নামনরের জেরে দক্ষিণ কোরিয়ার একাধিক জায়গায় অবস্থা ক্রমাগত খারাপ হতে শুরু করেছে।
হিন্নামনরের প্রভাবে যেমন বৃষ্টি শুরু হয়েছে, তেমনি একাধিক জায়গায় ভূমি ধ্বসও দেখা দিয়েছে। রাজধানী সিওলের অবস্থাও বেশ খারাপ। সিওলে ইতিমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক সু জানান, হিন্নামনর অত্যন্ত শক্তিশালী টাইফুন। এর আগে দক্ষিণ কোরিয়া এত শক্তিশালী টাইফুনের মুখোমুখি হয়নি। ফলে প্রত্যেকে সাবধানে থাকুন। বহু মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হিন্নামনর আছড়ে পড়ার আগেই দক্ষিণ কোরিয়ার বহু অংশ অন্ধকারে ঢাকা। বিদ্যুৎ সংযোগ যেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি খাবার জলেরও অভাব দেখা দিয়েছে। সেই সঙ্গে একাধিক জায়গায় উপড়ে পড়তে শুরু করেছে বিদ্যুতের খুঁটিও।