Turkey Earthquake: তুরস্কে ভয়বহ ভূমিকম্পে মৃত্যু ফুটবলারের, ধ্বংসাবশেষের নীচ থেকে উদ্ধার গোলকিপারের দেহ
ভয়াবহ বিপর্যয়ের পর কয়েক ঘণ্টা ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে থাকার পর এয়ুপের মৃতদেহ উদ্ধার করা হয় বলে খবর। তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলতেন এয়ুপ।
ইস্তানবুল, ৮ ফেব্রুয়ারি: তুরস্কে (Turkey) ভূমিকম্প (Earthquake) যখন কয়েক হাজার মানুষের প্রাণ কাড়তে শুরু করেছে, সেই তালিকায় যুক্ত হল এক ফুটবলারের নামও। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের জেরে এয়ুপ তুর্কসালান নামে এক গোলকিপারের মৃত্যু হয়। ভূমিকম্প কেড়ে নেয় ২৮ বছরের এয়ুপের প্রাণ। সোমবার যখন ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক কেঁপে উঠতে শুরু করে, সেই সময় ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যান এয়ুপ। ভয়াবহ বিপর্যয়ের পর কয়েক ঘণ্টা ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে থাকার পর এয়ুপের মৃতদেহ উদ্ধার করা হয় বলে খবর। তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলতেন এয়ুপ। ভূমিকম্পের জেরে এয়ুপের মৃত্যু হলেও, তাঁর স্ত্রী প্রাণে বেঁচে যান। তিনিই এরপর এয়ুপের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন এয়ুপের স্ত্রী। অসুস্থ অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।
আরও পড়ুন: Turkey Earthquake: ৭.৭, ৭.৬ মাত্রার প্রবল কম্পনে ধ্বংসস্তূপে পরিণত তুরস্ক
এয়ুপ তুর্কসালানের মৃত্যুর পর শোকস্তব্ধ তুরস্কের মানুষ। ফুটবলারকে শেষ বিদায় জানাতে তাই চোখে জল ভরে আসছে ভূমিকম্প বিধ্বস্ত দেশের মানুষের।