Ukraine Russia War: রুশ সেনার কবল থেকে খারকিভ, ডেরহাচি ছিনিয়ে নিল ইউক্রেন

রুশ সেনার কাছ থেকে প্রবল পরাক্রমে ডেরহাচি ও খারকিভ ছিনিয়ে নিল ইউক্রেন (Ukraine Russia War)। গত মঙ্গলবার কারকিভ শহরকে ঘিরে ফেলে একের পর এক গোলা বর্ষণ করতে থাকে রুশ বাহিনী।

DESTROYED- Russian artillery and rocket position in the Derhachi area (Photo Credits: Social Media)

কিভ, ১০ মার্চ:  রুশ সেনার কাছ থেকে প্রবল পরাক্রমে ডেরহাচি ও খারকিভ ছিনিয়ে নিল ইউক্রেন (Ukraine Russia War)।  গত মঙ্গলবার কারকিভ শহরকে ঘিরে ফেলে একের পর এক গোলা বর্ষণ করতে থাকে রুশ বাহিনী। এই ঘটনায় বছর সাতেকের শিশু-সহ দু'জনের মৃত্যু হয়েছে।  তবে খারকিভ থেকে আজ রুশ সেনাকে যোগ্য জবাব দিয়েছে  ইউক্রেনীয় সেনা। এই তথ্য দিয়েছেন খারকিভের রিজিওনাল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন-এর প্রধান ওলে সিনেহুবব। তিনি জানিয়েছেন, খারকিভ ও ডেরহাচির মতো দুটো গুরুত্বপূর্ণ শহরকে ঘিরে রেখেছিল রুশ সেনা। তবে ইউক্রেনীয় সেনাও কম যায় না। প্রবল যুদ্ধ করে শত্রুপক্ষকে নাস্তানাবুদ করে ছেড়েছে। আরও পড়ুন- Uttar Pradesh Assembly Election Results 2022: গণতন্দ্রের সৈন্য বিজয়ের সনদ নিয়ে ফেরে, দলীয় কর্মীদের ধন্যবাদ জানালেন অখিলেশ যাদব

ইউক্রেনীয় সেনার লড়াইয়ের সামনে পিছু হটেছে রুশ সেনা। তাই ডেরহাচি ও কারকিভের মতো গুরুত্বপূর্ণ শহর ফের শত্রু মুক্ত হল।  অন্দিকে রুশ ও ইউক্রেনীয় সেনার মুখোমুখি যুদ্ধে রাশিয়ার বেশকিছু সাঁজোয়া গাড়ি, ট্যাংক ধ্বংস হয়েছে। রাজধানী কিভ থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভ। একেবারে উত্তরপূর্ব ইউক্রনের দুই শহর লুহানস্ক ও ডনেৎস্কের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে খারকিভ।