Global COVID-19 Cases: বিশ্বে করোনা আক্রান্ত এখন ৮০ লক্ষ ছাড়িয়ে গেল, মৃত্যু মিছিলে শামিল ৪ লক্ষ ৩৬ হাজার ৩২২
মঙ্গলবার বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা (global COVID-19 cases) ৮ মিলিয়ন ছুঁয়ে ফেলল। মার্কিন মুলুকের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৬ হাজার। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ১৫ হাজার ৫৩। যেখানে মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৬ হাজার ৩২২। একই সঙ্গে করোনা বিধ্বস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২১ লক্ষ ১৩ হাজার ৩৭২। সেখানে মৃতের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ১৩৫ জন। করোনা আক্রান্তের সংখ্যা বিচারে মার্কিন মুলুকের পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট করোনা আক্রান্ত ৮ লক্ষ ৮৮ হাজার ২৭১ জন।
ওয়াশিংটন, ১৬ জুন: মঙ্গলবার বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা (global COVID-19 cases) ৮ মিলিয়ন ছুঁয়ে ফেলল। মার্কিন মুলুকের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৬ হাজার। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ১৫ হাজার ৫৩। যেখানে মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৬ হাজার ৩২২। একই সঙ্গে করোনা বিধ্বস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২১ লক্ষ ১৩ হাজার ৩৭২। সেখানে মৃতের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ১৩৫ জন। করোনা আক্রান্তের সংখ্যা বিচারে মার্কিন মুলুকের পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট করোনা আক্রান্ত ৮ লক্ষ ৮৮ হাজার ২৭১ জন।
এর পর একে একে রাশিয়া, সেখানে মোট আক্রান্ত ৫ লক্ষ ৩৬ হাজার ৪৮৪ জন। ৩ লক্ষ ৪৩ হাজার ৯১ জন মোট আক্রান্ত নিয়ে পরেই রয়েছে ভারত। ইংল্যান্ডে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৯৮ হাজার ৩১৫ জন। স্পেনে ২ লক্ষ ৪৪ হাজার ১০৯ জন। ইটালিতে ২ লক্ষ ৩৭ হাজার ২৯০ জন। পেরুতে ২ লক্ষ ৩২ হাজার ৯৯২ জন। ফ্রান্সে ১ লক্ষ ৯৪ হাজার ৩০৫ জন। ইরানে ১ লক্ষ ৮৯ হাজার ৮৭৬ জন। জার্মানিতে ১ লক্ষ ৮৭ হাজার ৬৮২ জন। তুরস্কে ১ লক্ষ ৭৯ হাজার ৮৩১ জন। চিলি-তে ১ লক্ষ ৭৯ হাজার ৪৩৬ জন। মেক্সিকো-তে ১ লক্ষ ৫০ হাজার ২৬৪ জন। পাকিস্তানে ১ লক্ষ ৪৪ হাজার ৪৭৮ জন আক্রান্ত। সৌদি আরবে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৩২ হাজার ৪৮ জন। কানাডায় মোট আক্রান্ত ১ লক্ষ ৭৬৩ জন। আরও পড়ুন-COVID-19 Cases In India: ভারতে করোনার মৃত্যু মিছিল ১০ হাজার ছুঁই ছুঁই, মোট আক্রান্ত ৩ লক্ষ ৪৩ হাজার ৯১ জন
ব্রাজিল হল মৃতের সংখ্যার বিচারেও দ্বিতীয়।সেখানে এখনও পর্যন্ত করোনায় মৃত ৪৩ হাজার ৯৫৯ জন। এছাড়াও মৃতের তালিকায় ১০ হাজারের উপরে রয়েছে ইংল্যান্ড। সেখানে করোনায় মৃতের সংখ্যা ৪১ হাজার ৮২১। ইটালিতে ৩৪ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে ২৯ হাজার ৪৩৯ জন। স্পেনে ২৭ হাজার ১৩৬ জন মৃত। মেক্সিকোতে করোনায় মৃত ১৭ হাজার ৫৮০ জন।