Monkeypox: কোভিড আতঙ্কের মাঝে গোটা বিশ্বে মাঙ্কিপক্সের দাপট, বিশেষ পদক্ষেপ হু-এর
অনিয়ন্ত্রিত যৌন জীবন মাঙ্কিপক্সের সংক্রমণের সম্ভাবনা দ্বিগুণ করতে পারে বলে সম্প্রতি জারি করা হয় সতর্কতা। শুধু তাই নয়, সম্প্রতি স্পেন এবং বেলজিয়ামে রেভ পার্টিতে অনিয়ন্ত্রিত যৌন আচরণের জেরেই মাঙ্কিপক্সের সংক্রমণ ইউরোপের ওই দুটি দেশে বেড়ে গিয়েছে বলে মনে করা হয় চিকিৎসা বিশেষজ্ঞদের তরফে।
দিল্লি, ১৪ জুন: গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বাড়ছে মাঙ্কিপক্স (Monkeypox)। বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে মাঙ্কিপক্স বাড়ছে, তাতে বিশেষ পদক্ষেপ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। আগামী সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বিশেষ কমিটি তৈরি করা হবে। বিশ্ব জুড়ে মাঙ্কিপক্সের দাপট রুখতে হু-এর ওই বিশেষজ্ঞ কমিটিই বিশেষ ব্যবস্থা করবে বলে আজ জানানো হয়।
অনিয়ন্ত্রিত যৌন জীবন মাঙ্কিপক্সের সংক্রমণের সম্ভাবনা দ্বিগুণ করতে পারে বলে সম্প্রতি জারি করা হয় সতর্কতা। শুধু তাই নয়, সম্প্রতি স্পেন এবং বেলজিয়ামে রেভ পার্টিতে অনিয়ন্ত্রিত যৌন আচরণের জেরেই মাঙ্কিপক্সের সংক্রমণ ইউরোপের ওই দুটি দেশে বেড়ে গিয়েছে বলে মনে করা হয় চিকিৎসা বিশেষজ্ঞদের তরফে।
আরও পড়ুন: COVID-19: মহারাষ্ট্রে বাড়ছে করোনা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৬৫ জন, মৃত্যু ৪ জনের
কোভিডের (COVID 19) আতঙ্ক পুরোপুরি কাটেনি গোটা বিশ্ব জুড়ে। তার মধ্যেই মাঙ্কিপক্স যেভাবে সংক্রমণ বড়াতে শুরু করেছে, তা নিয়ে চিন্তায় প্রায় গোটা বিশ্বের মানুষ।