Global COVID-19 Cases: বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ৪৪ হাজার ছাড়ালো, মৃত্যুমিছিলে শামিল ৩ লক্ষ ২০ হাজার

মার্কিন মুলুকের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা (global coronavirus cases) ৪০ লক্ষ ৪০ হাজার ছাড়িয়ে গেল। মৃতের সংখ্যা ৩০ লক্ষ ২ হাজার। হপকিন্স ইউনির্ভাসিটি সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত ৪৪ লক্ষ ৪০ হাজার ৯৮৯ জন। মৃত্যু মিছিলে শামিল ৩০ লক্ষ ২ হাজার ৩৭৬ জন। এই মুহূর্তে বিশ্বে সবথেকে বেশি করোনা আক্রান্ত মার্কিন মুলুকে। সেখানে মোট আক্রান্ত ১৪ লক্ষ ১৭ হাজার ৫১২ জন। ইতিমধ্যেই ৮৫ হাজার ৮৮৬ জনের মৃত্যুও হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ওয়াশিংটন, ১৫ মে: মার্কিন মুলুকের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা (global coronavirus cases) ৪০ লক্ষ ৪০ হাজার ছাড়িয়ে গেল। মৃতের সংখ্যা ৩ লক্ষ ২ হাজার। হপকিন্স ইউনির্ভাসিটি সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত ৪৪ লক্ষ ৪০ হাজার ৯৮৯ জন। মৃত্যু মিছিলে শামিল ৩ লক্ষ ২০ হাজার ৩৭৬ জন। এই মুহূর্তে বিশ্বে সবথেকে বেশি করোনা আক্রান্ত মার্কিন মুলুকে। সেখানে মোট আক্রান্ত ১৪ লক্ষ ১৭ হাজার ৫১২ জন। ইতিমধ্যেই ৮৫ হাজার ৮৮৬ জনের মৃত্যুও হয়েছে। আরও পড়ুন-Debesh Roy passed away: বৃত্তান্তে ইতি, প্রয়াত সাহিত্যিক দেবেশ রায়

আক্রান্তের সংখ্যার বিচারে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। সেখানে মোট আক্রান্ত ২৫ লক্ষ ২ হাজার ২৪৫ জন। ইংল্যান্ডে ২৩ লক্ষ চার হাজার ৪৪০ জন। স্পেনে ২২ লক্ষ ৯ হাজার ৫৪০ জন। ইটালিতে ২২ লক্ষ ৩ হাজার ৯৬ জন। ব্রাজিলে ২০ লক্ষ ২ হাজার ৯১৮ জন। ফ্রান্সে ১৭ লক্ষ ৮ হাজার ৯৯৪ জন। জার্মানিতে ১৭ লক্ষ ৪ হাটার ৪৭৮ জন। তুরস্কে ১৪ লক্ষ ৪ হাজার ৭৪৯ জন। ইরানে ১১ লক্ষ ৪ হাজার ৫৩৩ জন। এরমধ্যে মৃতের সংখ্যাধিক্যের তালিকায় মার্কিন মুলুক প্রথমেই রয়েছে। দ্বিতীয় স্থানে ইউরোপ। সেখানে মৃত্যুমিছিলে শামিল ৩৩ হাজার ৬৯৩ জন। ইটালিতে মৃত ৩১ হাজার ৩৬৮ জন। ফ্রান্সে ২৭ হাজার ৪২৮ জন। স্পেনে ২৭ হাজার ৩২১ জন। ব্রাজিলে ১৩ হাজার ৯৯৩ জন।