Thailand: থাইল্যান্ডে ট্রেনের সঙ্গে পিক আপ ট্রাকের সংঘর্ষ, মৃত ৮

ঘটনার জেরে মৃত ৮

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

ট্রেনের সঙ্গে ধাক্কা পিক আপ ট্রাকের।যার জেরে মৃত্যু ৮ জনের।ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার রাত ২.২০ নাগাদ ট্রেনটি পিক আপ ট্রাকটিকে ধাক্কা মারে যখন সেটি রেল লাইন পারাপার করছিলথাইল্যান্ডের চাচেঙ্গাসাউ প্রভিন্সে। ঘটনায় ১ জনের অবস্থা আশাঙ্কাজনক বলে জানা গেছে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা এবং ৫ জন পুরুষ রয়েছেন। মৃতদেহগুলিকে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।যদিও যে রাস্তা দিয়ে গাড়িটি পারাপার করা হচ্ছিল সেখানে কোন গেট ছিল না। যার ফলে সেই এলাকা দিয়ে গাড়ি পারাপারের সময় আচমকাই দুর্ঘটনা ঘটে যায়।

থাইল্যান্ডে এই ধরনের দুর্ঘটনা নতুন নয়। বিশ্বের সবথেকে খারাপ রাস্তা, জোরে গাড়ি চালানো এবং মদ্যাপান করে গাড়ি চালানো ক্ষেত্রে প্রথম সারির দিকে রয়েছে থাইল্যান্ড।

যদিও থাইল্যান্ডের রেলের তরফে জানা গেছে, দুর্ঘটনা রুখতে ফ্ল্যাশিং লাইট, সর্তকতামূলক হর্ণসহ নানান ব্যাবস্থা করা হয়েছে। তবুও কোনভাবেই যেন এই ধরনের দুর্ঘটনা আটকানো সম্ভব হয়ে উঠছে না।

 



@endif