Thailand Pub Fire: থাইল্যান্ডের পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৩, আহত ৪০
থাইল্যান্ডের (Thailand) পূর্ব থাই প্রদেশের চোনবুরিতে একটি পাবে (Pub) ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ফলে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ৪০ জনের বেশি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সত্তাহিপ জেলার মাউন্টেন বি পাবে। স্থানীয় সংবাদমাধ্য়মগুলির প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত মৃত বা আহতদের তালিকায় কোনও বিদেশি নাগরিক নেই।
ব্যাঙ্কক, ৫ অগাস্ট: থাইল্যান্ডের (Thailand) পূর্ব থাই প্রদেশের চোনবুরিতে একটি পাবে (Pub) ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ফলে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ৪০ জনের বেশি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সত্তাহিপ জেলার মাউন্টেন বি পাবে। স্থানীয় সংবাদমাধ্য়মগুলির প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত মৃত বা আহতদের তালিকায় কোনও বিদেশি নাগরিক নেই।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, দাউদাউ করে আগুন জ্বলছে পাবে। লোকজন দৌড়াচ্ছেন এদিক-ওদিক। কয়েকজনকে আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ সরিয়ে নিয়ে যেতেও দেখা গিয়েছে। আরও পড়ুন: Ayman al-Zawahiri: জওয়াহিরির সঙ্গে খতম কুখ্যাত জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের সদস্যরাও, বিস্ফোরক দাবি
আগুন লাগার কারণ খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। পাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।