'Temporary Relief' For Imran Khan: গ্রেফতারি মামলায় সাময়িক স্বস্তি ইমরানের
বালোচিস্তান হাইকোর্টের রফে তার গ্রেফতারি পিছিয়ে দেওয়া হয়েছে ২ সপ্তাহের জন্য
গ্রেফতারি মামলায় সাময়িক স্বস্তিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও তেহেরিক ই ইনসাফের প্রধান ইমরান খানের। শুক্রবার তাঁর গ্রেফতারি পরোয়ানা দু সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে বালোচিস্তান হাই কোর্টের তরফে।
রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি বক্তৃতায় সাধারন মানুষের সামনে হিংসাত্বক বার্তা দেওয়ার জেরে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি জারি করা হয় নিম্ন আদালতের তরফে। সেই মামলার সূত্রেই এই স্থগিতাদেশ বালোচিস্তান হাই কোর্টের।
কোয়েটা পুলিশ গ্রেফতারির জন্য ইমরানের লাহোরের বাড়িতে আসার পর থেকেই জানা গেছে এই খবর।কোয়েটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান খানের বিরুদ্ধে জারি করেছিলেন এই গ্রেফতারি পরোয়ানা। একটি হিংসাত্ব বক্তব্যের জেরে তার বিরুদ্ধে অভযোগ দায়ের করা হয় বিজলিঘর থানায়। আব্দুল খালিল কারকের নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয় অভিযোগ।
বিচারক জহিরউদ্দিন কাকরের এজলাসে এই মামলার শুনানি হয়। ইমরানের পক্ষ থেকে আইনজীবী দাবি করেন যে পুলিশ স্টেশনে এই অভিযোগ করা হয়েছে তা এই পুলিশের এলাকার বাইরে । তাই এই এফআইআরটি বাতিল করার আবেদন জানানো হয় ইমরান খানের আইনজীবীর তরফে।
তোষাখানায় মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট নিয়ে তার বাড়িতে পুলিশ পাঠানোর জেরে সরকারী প্রতিষ্টানগুলির কড়া সমালোচনা করেন ইমরান। সেই সূত্র ধরেই তার বিরুদ্ধে বিজলী থানায় দায়ের করা হয় অভিযোগ।
তাঁর ভাষণে তিনি পাকিস্তানের কোন প্রতিষ্ঠানের সামনে মাথা নীচু করবে না এবং তাঁর দেশকেও মাথা নীচু করতে দেবেন না বলে জানিয়েছিলেন তিনি। দ্য নিউজ ইন্টারন্যাশনালের তরফে জানা গেছে এই মূহূর্তে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ইমরান খানের নামে ৩৭ টি মামলা চলছে।