Drone Attack On Moscow: একের পর এক ড্রোন হানা মস্কোয়, ভাঙল ৫০ তলা বহুতল, রাশিয়ায় বন্ধ বিমান চলাচল, দেখুন ভিডিয়ো
রাশিয়ার রাজধানী মস্কোয় টানা ড্রোন হানা । মস্কোর অন্তত দুটি বহুতলে ড্রোন হানার স্পষ্ট চিহ্ন দেখা যায়।
রাশিয়ার রাজধানী মস্কোয় টানা ড্রোন হানা । মস্কোর অন্তত দুটি বহুতলে ড্রোন হানার স্পষ্ট চিহ্ন দেখা যায়। ইউক্রেন থেকে ধেয়ে আসা ড্রোন হামলায় মস্কোয় ৫০ তলা বহুতলের একটা অংশ ভেঙে পড়তে দেখা যায়। ড্রোন হানার কারণে মস্কোয় বানিজ্যিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সাইরেনের শব্দে শহরবাসী ভয়ে কাঁটা হয়ে যায়। রাশিয়ার সেনা জানায়, ইউক্রেনের দুটির ড্রোন মস্কোয় ঢুকে পড়ে। তবে সেগুলিকে ধ্বংস করা হয়েছে।
দেখুন মস্কোয় ৫০ তলা বহুতলে ড্রোন হামলার ক্ষতচিহ্ন
দেখুন ভিডিয়ো
দেখুন টুইট
ইউক্রেনের বিরুদ্ধে গত এক বছর ধরে কার্যত এক তরফাভাবেই ইউক্রেনের ওপর হামলা চালিয়ে তাদের একের পর এক শহর ধ্বংস করে দিচ্ছিল পুতিনের দেশ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশের সামরিক ও অর্থ সাহায্য পেয়ে ইউক্রেন এবার রাশিয়াকে পাল্টা দিচ্ছে।