Sudan :সুদানে গৃহযুদ্ধ, রকেট হামলায় নিহত ১৬
দুপক্ষের মধ্যে গৃহযুদ্ধের সূত্রপাত হয় এপ্রিলের ১৫ তারিখ। খারটুম থেকে সেটি ছড়িয়ে পড়ে দারফারে
সুদানে (Sudan) গৃহযুদ্ধ অব্যাহত। প্যারামিলিটারি ফোর্স বনাম সুদান সেনার গৃহযুদ্ধের জল গড়িয়েছে অনেকটাই। তবে দুপক্ষের এই গোলাগুলির মধ্যে ক্ষতিগ্রস্থ হল সাধারণ মানুষ। রকেট হামলার জেরে নিহত হয়েছে কমপক্ষে ১৬ জন। স্থানীয় আইনজীবীদের ইউনিয়নের মতে ঘটনাটি ঘটেছে নাইলার দক্ষিণ দারফার এলাকায়।
এছাড়াও স্নাইপার নিয়ে সাধারণ মানুষকে মারার খবরও পাওয়া গেছে পশ্চিম দারফারে।দারফারের বার অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে জানা গেছে অন্তত স্নাইপারের গুলিতে ১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
দুপক্ষের মধ্যে গৃহযুদ্ধের সূত্রপাত হয় এপ্রিলের ১৫ তারিখ। খারটুম থেকে সেটি ছড়িয়ে পড়ে দারফারে। এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু ঘটেছে এই যুদ্ধ।সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পালাচ্ছেন সীমান্তের দিকে।জুলাই মাসের ৮ তারিখে একটি হামলায় ২২ জনের মৃ্ত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সুদানের স্বাস্থ্য দফতর। একটি আবাসিক বিল্ডিংয়ে হামলার চালানোর জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
যদিও যুদ্ধ প্রক্রিয়াকে থামাবার জন্য সৌদি আরবে দুপক্ষের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে বলে জানা গেছে। যদিও খার্টুম সরকারের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির কথা খারিজ করা হয়েছে।
দীর্ঘদিনের এই গৃহযুদ্ধে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষ।পানীয় জলের সংকট, খাবারের সংকট সাধারণ মানুষের জীবনযাপনে গভীর প্রভাব ফেলছে। দেশ ছেড়ে পালিয়ে আসার চেষ্টা করছেন অনেকেই।