Sri Lanka President 1st Official Visit to India: প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রথমবার ভারতে আসছেন শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) আমন্ত্রণে সাড়া দিয়ে প্রথমবার ভারতে (India) আসছেন শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (Newly Elected Sri Lanka President Gotabaya Rajapaksa)। তাঁর অফশোর অনুষ্ঠানের অংশ হিসেবেই প্রথমবার ভারতের মাটিতে (India) পা রাখতে চলেছেন তিনি। আগামী ২৯ নভেম্বর ভারতে আসছেন তিনি। গত পরশুই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে শপথ নেন প্রাক্তন ওয়্যারটাইম প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজাপক্ষ।
নতুন দিল্লি, ২০ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) আমন্ত্রণে সাড়া দিয়ে প্রথমবার ভারতে (India) আসছেন শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (Newly Elected Sri Lanka President Gotabaya Rajapaksa)। তাঁর অফশোর অনুষ্ঠানের অংশ হিসেবেই প্রথমবার ভারতের মাটিতে (India) পা রাখতে চলেছেন তিনি। আগামী ২৯ নভেম্বর ভারতে আসছেন তিনি। গত পরশুই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে শপথ নেন প্রাক্তন ওয়্যারটাইম প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজাপক্ষ।
মোদির সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব। ভারত-শ্রীলঙ্কার সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে দুই দেশের বাণিজ্য-পর্যটন-সন্ত্রাসবাদ বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হবে। সাজিথ প্রেমাদাসাকে ৫২.২৫ শতাংশ ভোটে হারিয়ে জয়ী হন ৭০ বছর বয়সী এই রক্ষণশীল নেতা। চলতি বছর ইস্টারে ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী হয় শ্রীলঙ্কা। প্রাণ হারান ২৫৯ জন। যার ফলে রাজাপক্ষের নির্বাচনী প্রচারে মূল ইস্যু হয়ে দাঁড়ায় সন্ত্রাসবাদ। কিন্তু সাধারণ মানুষকে নিরাপত্তার আশ্বাস দিয়ে দেশের সর্বোচ্চ পদে আসীন হন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতি মহিন্দা রাজাপক্ষের ভাই গোতাবায়া রাজাপক্ষ। দেশের প্রতিরক্ষা সচিবও ছিলেন তিনি। সেনাবাহিনীতেও কাটিয়েছেন দীর্ঘদিন। এমনকি এলটিটিই-র বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের (War) অবসান তাঁরই হাত ধরে। এই অভিজ্ঞতাই নির্বাচনী লড়াইয়ে কাজ দিয়েছে বলে মন্তব্য সে দেশের বিভিন্ন মহলে। অভাবনীয় এই জয়ে তাঁকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে মোদি লেখেন, ‘গোতাবায়া রাজাপক্ষ, প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য আপনাকে শুভেচ্ছা। আমাদের দুই দেশ এবং দেশের নাগরিকদের জন্য শান্তি, সমৃদ্ধি এবং গোটা উপমহাদেশের নিরাপত্তার জন্য আপনার সঙ্গে একজোট হয়ে কাজ করতে অপেক্ষায় রয়েছি।’ আরও পড়ুন: Indian Man Faces Trial in US: আফগানিস্তানে মার্কিন তরুণীকে ধর্ষণের চেষ্টা, ধৃত ভারতীয়কে সাজা শোনাবে ওয়াশিংটনের ফেডালের জাজ
জবাবে (Answer) গোতাবায়া জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় নাগরিকদের ধন্যবাদ। ইতিহাস এবং বিশ্বাসের নিরিখে আমাদের দু’টি দেশ একই সুতোয় বাঁধা। আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হবে আশা করি। আপনার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা করছি।’
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)