COVID-19: করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল দক্ষিণ কোরিয়া, রেকর্ড ছুঁল আক্রান্তের সংখ্যা
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় ১৭৮৪ জন আক্রান্ত হয়েছেন করোনায় । যা এ পর্যন্ত প্রায় রেকর্ড।
সিওল, ২১ জুলাই: প্যারিস, ব্রিটেন, আমেরিকা, ব্রাজিল, ভারতের (India) পর কি এবার কোভিডে মৃত্যু মিছিল দেখতে চলেছে দক্ষিণ কোরিয়া? এমনই প্রশ্নের উত্তর খুঁজছেন এবার সে দেশের মানুষ। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে দক্ষিণ কোরিয়ায় (South Korea) প্রায় প্রতিদিন ১৭৮৪ জন আক্রান্ত হচ্ছেন বলে খবর মিলছে। যা নিয়ে আতঙ্কের প্রহর গুনছেন সেখানকার মানুষ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় ১৭৮৪ জন আক্রান্ত হয়েছেন করোনায় (Corona)। যা এ পর্যন্ত প্রায় রেকর্ড। কোরিয়া ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সির খবর অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তর যে রিপোর্ট মিলেছে গোটা দেশ জুড়ে, তাতে এ পর্যন্ত এখনও ১,৮২, ২৬৫ জনের শরীরে মারণ ভাইরাস বাসা বেঁধেছে।
গত বছর জানুয়ারিতে প্রথম ঢেউয়ের ধাক্কায় সেভাবে আক্রান্তের সংখ্যা কিংবা প্রাণহানির সংখ্যা বাড়তে দেখা যায়নি দক্ষিণ কোরিয়ায়। তবে প্রথম ঢেউয়ের ধাক্কা বেশ খানিকটা সামলে উঠতে পারলেও, করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল দক্ষিণ কোরিয়া। যা নিয়ে দক্ষিণ কোরিয়া প্রশাসনের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে।