Monkey Pox: ভয় ধরিয়ে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়ল মাঙ্কি পক্স, স্থানীয়ভাবে সংক্রমিত হয়ে ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক
গত বছর জুনে মাঙ্কি পক্সে আক্রান্ত এক দক্ষিণ কোরিয়ান ব্যক্তি। বিদেশ থেকে ঘুরে দেশে ফিরেই তাঁর মাঙ্কি পক্স ধরা পড়ে।
গত বছর জুনে মাঙ্কি পক্সে (Monkey Pox) আক্রান্ত এক দক্ষিণ কোরিয়ান ব্যক্তি। বিদেশ থেকে ঘুরে দেশে ফিরেই তাঁর মাঙ্কি পক্স ধরা পড়ে। সেটাই ছিল কোনও কোরিয়ানের মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার প্রথম কেস। তারপর দক্ষিণ কোরিয়ায় বিদেশ ফেরত আরও চার জনের মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছিল। এবার দক্ষিণ কোরিয়ায় মাঙ্কিপক্সে এই প্রথম স্থানীয়ভাবে সংক্রমিত হলেন কেউ।
সেই ব্যক্তি স্থানীয়ভাবে সংক্রমিত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। আক্রান্ত ব্যক্তির বিদেশ যাত্রার কোনও রেকর্ড নেই, বিদেশ থেকে আগত কারও সংস্পর্শেও আসেননি। আরও পড়ুন-তেল আভিভে আক্রমনকারীকে গুলি করে হত্যা ইজরাইল পুলিশের
দেখুন টুইট
মাঙ্কিপক্স আর দক্ষিণ কোরিয়ার কাছে বিদেশী রোগ থাকল না। এই নিয়ে কোরিয়ার মোট ৬ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হলেন, স্থানীয়ভাবে সংক্রমিত হওয়ার ঘটনা এই প্রথম।