3500 Year Old Bear: ৩৫০০ বছরের পুরনো ভালুকের অটোপসি সাইবেরিয়ায়
প্রবল ঠান্ডায় থাকার কারণে পচন ধরেনি মাংস পেশীতে
সাইবেরিয়া থেকে ৩৫০০ বছরের পুরনো ভালুকের দেহ উদ্ধার করে পোস্টমর্টেম করলেন একদল বিজ্ঞানী। ২০২০ সালে এই ভালুকের খোঁজ মেলে। একদল হরিণচারনকারী দলের কাছ থেকে এই ভালুককে নিয়ে আসেন বিজ্ঞানীরা। নিউসাইবেরিয়ার বলসই লাইকোভস্কি দ্বীপে কঠিন বরফের মধ্যে আটকে ছিল এই মহিলা ভালুকটি। মস্কো থেকে প্রায় ২৯০০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি।
প্রায় ৩৫০০ বছরের পুরনো এই ভালুকটির দেহের মাংসপেশি একই রকমের রয়ে গেছে প্রবল ঠান্ডার কারণে। বিজ্ঞানীরা এই ভালুকের দেহের মাংস সহ নানান উপাদান দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো শুরু করেছেন।
প্রায় ৫ ফুট লম্বা এবং ১৭২ পাউন্ড ওজনের এত পুরনো সংরক্ষিত ভালুকটি এই প্রথম কোন বিজ্ঞানীদের হাতে এল। সাইবেরিয়ার বিজ্ঞানীরা ভালুকটি বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। ভালুকটির আনুমানিক বয়স ২ থেকে ৩ বছর হতে পারে জানিয়েছেন বিজ্ঞানীরা। এবং স্পাইনাল কর্ডে আঘাতের কারনে ওই ভালুকটি মারা গেছে বলে জানা যাচ্ছে।
তবে কিভাবে ওই ভালুক ওই স্থানে গেল সে বিষয়টি ভাবাচ্ছে বিজ্ঞানীদের। কেননা মূল ভূখন্ড থেকে লাইখোভস্কির জায়গাটি অনেকটাই দূরে। তবে ভালুকটির সাঁতরে পার হয়ে ওই স্থানে যাওয়ার কথাও বলছেন অনেকে।