Vladimir Putin: হতে পারেন গ্রেফতার, আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পরও চিন সফরে যাচ্ছেন পুতিন
চলতি বছরের অক্টোবরে পুতিন চিন সফরে যাবেন বলে রিপোর্টে প্রকাশ। অক্টোবরে পুতিনের চিন সফর নিয়ে ইতিমধ্যেই জোর তোড়জোড় শুরু করেছে ক্রেমলিন। জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণের পর চিন সফরে পুতিনের স্ট্যাট্রেজি কী হবে, সে বিষয়ে ক্রেমলিন কাজ শুরু করেছে বলে খবর।
মস্কো, ৩০ অগাস্ট: ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তরফে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট বিদেশ সফরে সম্মতি জানান। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তরফে গ্রেফতারি পরোয়ানা জারির পর পুতিন প্রথম চিন সফরে নিজের সম্মতি জানিয়েছেন। চলতি বছরের অক্টোবরে পুতিন চিন সফরে যাবেন বলে রিপোর্টে প্রকাশ। অক্টোবরে পুতিনের চিন সফর নিয়ে ইতিমধ্যেই জোর তোড়জোড় শুরু করেছে ক্রেমলিন। জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণের পর চিন সফরে পুতিনের স্ট্যাট্রেজি কী হবে, সে বিষয়ে ক্রেমলিন কাজ শুরু করেছে বলে খবর।
ইউক্রেনে ক্রমাগত যুদ্ধ অপরাধ করছে রাশিয়া। য়া নিয়ে আমেরিকা-সহ ইউরোপের দেশগুলি সুর চড়ানোর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তরপে পুতিনের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর থেকে রাশিয়ার বাইরে বের হননি রুশ প্রেসিডেন্ট। এমনকী, সেপ্টেম্বরে জি ২০ সম্মলনে পুতিন ভারতেও আসছন না বলে রিপোর্টে প্রকাশ পায়।