Vladimir Putin Living With Girlfriend: অরণ্যের মাঝে বিলাসবহুল প্রাসাদ, সেখানেই বান্ধবীর সঙ্গে বাস পুতিনের

পুতিনের ওই বাসস্থানের নিরাপত্তার জন্যই খরচ ১০০ মিলিয়ন৷ ২০২০ সালে অরণ্যাঞ্চলে ওই রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু হয়৷ বছর দুইয়ের মধ্যে তা শেষ করার পর সেখান থাকতে শুরু করেন রুশ প্রেসিডেন্ট এবং তাঁর বান্ধবী৷

Vladimir Putin (Photo Credit: ANI/Twitter)

মস্কো, ২ মার্চ: ইউক্রেন-রাশিয়া (Ukraine-Russia War)  যুদ্ধের মাঝে এবার ভাইরাল হল রুশ প্রেসিডেন্টের একটি খবর৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ( Vladimir Putin ) বর্তমানে তাঁর বান্ধবী আলিনা কাবাইভার সঙ্গে বর্তমানে থাকছেন৷ পুতিন এবং তাঁর ৩৯ বছরের বান্ধবীর সঙ্গে রয়েছেন রুশ প্রেসিডেন্টের সন্তানরাও৷ মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের মধ্যে রয়েছে লেক ভালদাই৷ লেক ভাইদাইয়ের পাশে যে গভার অরণ্যাঞ্চল রয়েছে, সেখানেই পুতিনের সুবিশাল রাজপ্রাসাদ৷ গোপণ ওই রাজপ্রাসাদের পুতিন, তাঁর বান্ধবী এবং সন্তানরা রয়েছেন বলে রিপোর্টে প্রকাশ৷ ১৩ হাজার স্কয়ারফিটের ওই সম্পতিতে পুতিন এবং তাঁর পরিবারের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ সেন্ট পিটার্সবার্গে পুতিনের যে মহল রয়েছে, সেখানকার মতই বিলাসবহু জীবন কাটাতে চান রুশ প্রেসিডেন্ট৷ সেই কারণেই রুশ প্রেসিডেন্টের জন্য গোপণে বিলাসবহুল প্রাসাদ তৈরি করা হয়৷

আরও পড়ুন:  Volodymyr Zelenskyy On Vladimir Putin: 'পুতিন জীবিত কি না...' মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির

পুতিনের ওই বাসস্থানের নিরাপত্তার জন্যই খরচ ১০০ মিলিয়ন৷ ২০২০ সালে অরণ্যাঞ্চলে ওই রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু হয়৷ বছর দুইয়ের মধ্যে তা শেষ করার পর সেখান থাকতে শুরু করেন রুশ প্রেসিডেন্ট এবং তাঁর বান্ধবী৷

সুইমিং পুল, হাম্মাম, স্পা, ম্যাসাজ বাথ-সহ একাধিক এলাকা রয়েছে পুতিনের বাসস্থানের৷ শুধু তাই নয়, পুতিন এবং তাঁর বান্ধবী কাবাইভার জন্য ওই রাজপ্রাসাদে পরপর দুটি কটেজও তৈরি করা হয়েছে বলে খবর৷