Russia-Ukraine War Updates: মধ্য ইউক্রেনের তৈল শোধনাগারে রুশ সেনার রকেট হামলা, অগ্নিকাণ্ড

ইউক্রেনের (Ukraine) মধ্য পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুক (Kremenchuk) শহরেরে এক বড়সড় তৈল শোধনাগারে রকেট হামলা চালাল রুশ সেনা (Russian forces)।

Russian Soldiers (Photo Credits: PTI)

কিভ, ১৩ মে: ইউক্রেনের (Ukraine) মধ্য পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুক (Kremenchuk)  শহরেরে এক বড়সড় তৈল শোধনাগারে রকেট হামলা চালাল রুশ সেনা (Russian forces)। এই তথ্য দিয়েছেন, পোলতাভা অঞ্চলের সামরিক-অসমারিক প্রশাসনিক প্রধান দিমিত্রো লুনিন। টেলিগ্রামে লুনিন লিখেছেন, এতদিন ধরে ইউক্রেনের উপরে যে সামরিক হামলা রাশিয়া চালিয়েছে, তারমধ্যে পোলতাভা অঞ্চলের আজকের হামলা সবথেকে ভয়ঙ্কর।

সংবাদ সংস্থা জিনহুয়াকে লুনিন জানিয়েছেন,  ক্রেমেনচুকের ওই ফেসিলিটির উপরে মোট ১২টি রকেট হামলা চালিয়েছে রুশ সেনা। বেশিটাই গিয়ে পড়েছে তৈল শোধনাগারের উপরে। হামলার জেরে তৈল শোধনাগারে আগুন লেগেছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।  স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, ক্রেমেনচুক শোধনাগারের ক্ষমতা ১৮. ৬ মিলিয়ন টন। ইউক্রেনের সবথেকে বড় তৈল শোধনাগার এটি। এপ্রিলের গোড়ার দিকে প্রথম রাশিয়া এখানে মিসাইল হামলা চালালে এই ফেসিলিটি বন্ধ করে দেওয়া হয়।