COVID-19 Vaccine Update: আগামী নভেম্বর বা ডিসেম্বরেই কোভিড আক্রান্তদের গণহারে টিকাকরণ করতে চলেছে রাশিয়া
চলতি বছরেই কোভিড-১৯ ভ্যাকসিন (COVID-19 Vaccine) স্পুটনিক-ভি কে কাজে লাগাতে চলেছে মস্কো। আগামী নভেম্বর ডিসেম্বরেই রাশিয়ায় গণহারে টিকাকরণ শুরু হচ্ছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রী মিখায়েল মুরাশকো বলেছেন, নভেম্বর ডিসেম্বরেই দেশ গণহারে টিকাকরণ শুরু করছে। কোভিডের কারণে যাঁরা দুর্বল হয়ে পড়েছেন বিশেষত তাঁদের শরীরেই আগে এই টিকা দেওয়া হবে। চলতি সপ্তাহেই মানব শরীরে স্পুটনিক-ভি এর তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে। সংবাদ সংস্থা তাসের তথ্যানুসারে প্রায় কোরনা প্রতিষেধক হিসেবে স্পুটনিক-ভি কে তুলে ধরতে ১০ হাজার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
মস্কো, ১ সেপ্টেম্বর: চলতি বছরেই কোভিড-১৯ ভ্যাকসিন (COVID-19 Vaccine) স্পুটনিক-ভি কে কাজে লাগাতে চলেছে মস্কো। আগামী নভেম্বর ডিসেম্বরেই রাশিয়ায় গণহারে টিকাকরণ শুরু হচ্ছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রী মিখায়েল মুরাশকো বলেছেন, নভেম্বর ডিসেম্বরেই দেশ গণহারে টিকাকরণ শুরু করছে। কোভিডের কারণে যাঁরা দুর্বল হয়ে পড়েছেন বিশেষত তাঁদের শরীরেই আগে এই টিকা দেওয়া হবে। চলতি সপ্তাহেই মানব শরীরে স্পুটনিক-ভি এর তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে। সংবাদ সংস্থা তাসের তথ্যানুসারে প্রায় কোরনা প্রতিষেধক হিসেবে স্পুটনিক-ভি কে তুলে ধরতে ১০ হাজার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রকের তত্ত্বাবধানে গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, তৈরি করেছে ভ্যাকসিন।
শনিবার রাশিয়া দাবি করেছিল করোনাকে হারাতে আরও তিন রকমের ভ্যাকসিন দেশ তৈরি হচ্ছে। যা এখন রেজিস্ট্রেশনের অপেক্ষায় দিন গুনছে। গত ১১ আগস্ট বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে স্পুটনিক-ভি এর নাম নথিভুক্ত করে রাশিয়া। একই সময়ে আরও তিনটি ভ্যাকসিনের রেজিস্ট্রেশন হয়। শনিবার স্পুটনিক নিউজে একথাই বলতে শোনা যায় দেশের স্বাস্থ্য মন্ত্রী মিখায়েল মুরাশকোকে। আরও পড়ুন-Pranab Mukherjee: ‘ভারতের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছি, প্রণব মুখার্জি এটাই ভুলিয়ে দিতেন’ স্মৃতিমেদুর মোহন ভাগবত
গত সপ্তাহে একটি রিপোর্টও প্রকাশ্যে আসে যে রাশিয়ার ভেক্টর রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজির তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনটি মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। তাতে দেখা গেছে য়ে ওই প্রতিষেধক মানব শরীরের জন্য একেবারেই নিরাপদ। করোনাকে রুখতে রাশিয়ার তৈরি এই নয়া ভ্যাকসিনের নাম “এপিভ্যাককরোনা”। চলতি সেপ্টেম্বরেই এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ করতে চলেছে রাশিয়া।