Russia-Ukriane War: ইউক্রেনকে 'জব্দ' করতে কঠোর সের্গেইয়ের হাতে ভার, পশ্চিমকে সতর্কতা পুতিনের
সোমবার থেকে ইউক্রেনের একাধিক প্রদেশে বোমা বর্ষণ শুরু করেছে রুশ সেনা। কিভ, লিভিভ-সহ ইউক্রেনের একাধিক প্রদেশে রাশিয়া ৭৫টি ক্ষেপনাস্ত্র নিয়ে চালিয়েছে বলে খবর। যার জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার লড়াই এখানেই শেষ নয়। এমনই জানানো হয় ক্রেমলিনের তরফে।
কিভ, ১১ অক্টোবর: ইউক্রেনে (Ukraine) ফের নতুন করে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া (Russia)। সোমবার থেকে ইউক্রেনে একের পর এক হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। রুশ সেনা যেভাবে ইউক্রেনের একাধিক প্রদেশে হানাদারি শুরু করেছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইউক্রেনে দ্বিতীয় পর্যায়ের সেনা অভিযান শুরু করলে, রাশিয়ার নয়া কমান্ডার হিসেবে নিযুক্ত হন সের্গেই সুরোভিকিন। সের্গেইয়ের হাতে দায়িত্ব তুলে দেন খোদ ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়া যেভাবে হামলা চালানোর পরিকল্পনা করছে, তার পুরোটাই সুরোভিকিনের নেতৃত্বে হবে বলে জানা যাচ্ছে।
সোমবার থেকে ইউক্রেনের একাধিক প্রদেশে বোমা বর্ষণ শুরু করেছে রুশ সেনা। কিভ, লিভিভ-সহ ইউক্রেনের একাধিক প্রদেশে রাশিয়া ৭৫টি ক্ষেপনাস্ত্র নিয়ে চালিয়েছে বলে খবর। যার জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার লড়াই এখানেই শেষ নয়। এমনই জানানো হয় ক্রেমলিনের তরফে।
সম্প্রতি পুতিন ইউক্রেন যুদ্ধের দায়িত্ব তুলে দেন কমান্ডার সের্গেই সুরোভিকিনের হাতে।চেচনিয়া, তাজিকিস্তান, ক্রিমিয়ায় যেমন সুরোভিকিন নিজের রণকৌশল দেখিয়েছেন তেমনি সিরিয়াতেও তাঁর নেতৃত্বে লড়াই করে রুশ সেনা। সুরোভিকিনের মত কমান্ডার রাশিয়ার সেনা খুব কমই রয়েছেন। এমনই দাবি করা হয় মস্কোর তরফে। ইউক্রেনের চার প্রদেশকে রাশিয়ার অন্তর্ভুক্তি-সহ পশ্চিমী দেশগুলির চোখে চোখ রেখে লড়াই করতে সের্গেই সুরোভিকিনের হাতেই তাই দায়িত্ব তুলে দেন পুতিন।