Russia-Ukraine War: ‘সমস্তরকম ঝুঁকির জন্য তৈরি ইউক্রেন’, শান্তি আলোচনার ইতিবাচক ইঙ্গিত পেলেন জেলেনস্কি
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার ইতিবাচক সংকেত মিলেছে। এই তথ্য দিলেন ইউক্রেনের প্রেসিডন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)।
কিভ, ৩০ মার্চ: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার ইতিবাচক সংকেত মিলেছে। এই তথ্য দিলেন ইউক্রেনের প্রেসিডন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)। জিনহুয়া সমবাদ সংস্থার সূত্রের খবর, অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “আলাপ আলোচনার স্তর থেকে আমাদের কানে যা এসেছে, তাকে ইতিবাচক ধরে নিতে পারি। সমস্তরকম ঝুঁকি সম্পর্কেই ইউক্রেন ওয়াকিবহাল। আমরা শুধু নিখাদ ফলাফলেই বিশ্বাস রাখছি।”
এর আগে মঙ্গলবার তুরস্কের ইস্তানবুলে শান্তি আলোচনায় বসেছিলেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের পর এটি ছিল ৫ নম্বর শান্তি আলোচনা। মঙ্গলবারের আলোচনা প্রসঙ্গে ইউক্রেনের প্রতিনিধি ডেভিড আরাখামিয়া বলেন, ইউক্রেনের উপরে কোনওরকম হামলা প্রতিহত করতে নিরাপত্তার সুনিশ্চিতকারী আন্তর্জাতিক চুক্তি সই করার প্রস্তাবে কিভ রাজি।