Russia-Ukraine War: ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ, 'রাশিয়ার দিকে তাকাতে দুবার ভাববে বিশ্ব', সুর চড়়ল পুতিনের
ইউক্রেনে হানাদারির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে বলে সম্প্রতি জানায় ক্রেমলিন। পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক পুরোপুরি দখল করতে রুশ সেনা ঝাপিয়ে পড়েছে বলে অভিযোগ করেন জেলেনস্কি।
মস্কো, ২১ এপ্রিল: ইউক্রেনে (Ukraine) হানাদারির মাঝে এবার নতুন করে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উরক্ষেপন করল রাশিয়া (Russia)। ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপনের পরপরই সুর চড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি বলেন, এই নতুন ধরনের মিসাইল রাশিয়ান সেনা বাহিনীর মনোবল যেমন বাড়াবে, তেমনি তাদের কার্যক্ষমতাও বাড়াবে। রাশিয়ার দিকে যারা চোখ তুলে তাকাতে চাইবে, তারা এবার দুবার ভাববে বলে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন। অর্থাৎ ইউক্রেনে হানাদিরির পর থেকে আমেরিকা (US), ইউরোপ-সহ (Europe) পশ্চিমি বিশ্ব যেভাবে চোখ রাঙাচ্ছে মস্কোর উপর, তার বিরুদ্ধেই এবার পুতিন সুর চড়ালেন বলে মনে করা হচ্ছে।
এদিকে ইউক্রেনে হানাদারির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে বলে সম্প্রতি জানায় ক্রেমলিন। পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক পুরোপুরি দখল করতে রুশ সেনা ঝাপিয়ে পড়েছে বলে অভিযোগ করেন জেলেনস্কি।
আরও পড়ুন: Akshay Kumar: তামাকের বিজ্ঞাপন করায় পদ্ম পুরস্কার কাড়ার দাবি, প্রকাশ্যে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার
তবে রুশ সেনা যতই হানাদারি চালাক না কেন, কোনও ধরনের হুমকির কাছে সেনা বাহিনী মাথা নত করবে না বলে স্পষ্ট জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।