Russia-Ukraine War: রাশিয়ায় পালটা হামলা ইউক্রেনের, কুরস্কের বহু এলাকা দখলে নিয়ে দাবি জেলেনস্কির

ঙ্গলবার সকাল থেকেই রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কতে হামলা শুরু করে ইউক্রেনীয় সেনা। ইউক্রেনের এই পালটা হানাদারির বিষয়কে যাতে পশ্চিমী বিশ্বের তরফে সমর্থন করা হয়, সে বিষয়েও আবেদন জানান জেলেনস্কি।

Volodymyr Zelenskyy.jpg (Photo Credit: Twitter)

দিল্লি, ১৩ অগাস্ট: রাশিয়ায় এবার পালটা হামলা শুরু করল ইউক্রেন। হামলার ঘটনা এবার সরকারিভাবে কার্যত তা স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার করস্কতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনা। কুরস্কতে হামলা চালিয়ে যে সাফল্য এসেছে, তা ইউক্রেন উদযাপন করবে বলেও জানান সে দেশের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই রাশিয়ার (Russia) সীমান্ত অঞ্চল কুরস্কতে হামলা শুরু করে ইউক্রেনীয় সেনা। ইউক্রেনের এই পালটা হানাদারির বিষয়কে যাতে পশ্চিমী বিশ্বের তরফে সমর্থন করা হয়, সে বিষয়েও আবেদন জানান জেলেনস্কি।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের পরমাণু কেন্দ্রে আগুন লাগানোর চেষ্টা রাশিয়ার, তোপ জেলেনস্কির, দেখুন ভিডিয়ো

এদিকে কুরস্কতে  ইউক্রেনের হামলার পর সেখানে পরপর ১২টি ড্রেন ধ্বংস করা হয়েছে। এমনই দাবি করা হয় মস্কোর তরফে। শুধু তাই নয়, কুরস্কের যে অঞ্চলে ইউক্রেন হামলা চালায়, পুতিন বাহিনীর পালটা হানাদারিতে সেখানকার ১ হাজার কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি মস্কোর।