Russia-Ukraine War: রাশিয়ার হামলার ভয়ে কাঁপছে আমেরিকা? বন্ধ হল কিভের মার্কিন দূতাবাস
রাশিয়ার অভ্যন্তরে এবার হামলা চালিয়েছে মার্কিন মিসাইল। তবে ইউক্রেন সেনার হাত ধরে। ইউক্রেনীয় সেনারা মার্কিন মিসাইল নিয়ে রাশিয়ায় হামলা চালায়। যার জেরে ক্রেমলিন এবার যে কোনও মুহূর্তে মার্কিন নাগরিকদের উপর কিংবা কিভের মার্কিন দূতাবাসের উপর হামলা চালাতে পারে।
দিল্লি, ২০ নভেম্বর: আমেরিকার দূতাবাসে US embassy In Kyiv) চলতে পারে হামলা। আকাশপতে ওই হামলা হতে পারে মার্কিন দূতাবাসে। ফলে বুধবার বন্ধ করে দেওয়া হল ইউক্রেনের (Ukraine) রাজধানী কিভে (Kyiv) থাকা মার্কিন দূতাবাস। ওয়াশিংটন থেকে এমনই জানানো হয়েছে তাদের কিভের দূতাবাস বন্ধ নিয়ে। শুধু তাই নয়, কিভের মার্কিন দূতাবাসে কর্মরত কর্মীরা যাতে অন্যত্র সরে যান এবং নিরাপদ জায়গায় নিজেদের সুরক্ষিত করেন, সে বিষয়েও আবেদন জানানো হয়েছে ওয়াশিংটনের তরফে। পাশাপাশি কিভে বসবাসকারী অন্য মার্কিন নাগরিকরা সতর্ক থাকুন। সাইরেন শোনা মাত্রই তাঁরা নিরাপদ জায়গায় সরে যান বলেও সতর্ক করেছে ওয়াশিংটন।
জানা যাচ্ছে, রাশিয়ার (Russia) অভ্যন্তরে এবার হামলা চালিয়েছে মার্কিন মিসাইল। তবে ইউক্রেন সেনার হাত ধরে। ইউক্রেনীয় সেনারা মার্কিন মিসাইল নিয়ে রাশিয়ায় হামলা চালায়। যার জেরে ক্রেমলিন এবার যে কোনও মুহূর্তে মার্কিন নাগরিকদের উপর কিংবা কিভের মার্কিন দূতাবাসের উপর হামলা চালাতে পারে। সেই কারণেই ইউক্রেনে থাকা প্রত্যেক মার্কিন নাগরিককে সতর্ক করা হয় ওয়াশিংটনের তরফে।
প্রসঙ্গত বিদায়ী জো বাইডেন সরকারের তরফেই এবার মার্কিন মিসাইল নিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য সবুজ সঙ্কেত জারি করা হয়। এরপর থেকেই ইউক্রেনে থাকা প্রত্যেক মার্কিন নাগরিকের প্রতি সতর্কতা জারি করা হয়।