Russia-Ukraine War: পূর্ব ইউক্রেনের ২ শহর দখলে প্রায় ২ লক্ষ সেনা মোতায়েন রাশিয়ার, দাবি কিভের

উক্রেনে যুদ্ধ চলাকালীন একচেটিয়া ওয়াগনরদের মৃত্যুর কারণে ভ্লাদিমির পুতিনের উপর প্রায় গোটা বিশ্ব ফুঁসতে শুরু করেছে বলে সম্প্রতি দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে বর্তমানে জোর চর্চা শুরু হয়েছে।

Russia-Ukraine War (Photo Credit: IANS/Twitter)

কিভ, ৪ জুলাই: যত দিন যাচ্ছে তত জটিল হচ্ছে ইউক্রেন-রাশিয়ার (Ukraine-Russia War) যুদ্ধ পরিস্থিতি। এবার ইউক্রেনের তরফে করা হল বিস্ফোরক দাবি। কিভর দাবি অনুযায়ী, ইউক্রেনের পূর্ব দিকের দুটি গুরুত্বপূর্ণ শহর দখল করতে রাশিয়া ১ লক্ষ ৮০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে। যদিও মস্কোর তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত রাশিয়া ভাড়াটে সেনাদের (ওয়াগনর হিসেবে পরিচিত) নিয়ে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনে যুদ্ধ চলাকালীন একচেটিয়া ওয়াগনরদের মৃত্যুর কারণে ভ্লাদিমির পুতিনের উপর প্রায় গোটা বিশ্ব ফুঁসতে শুরু করেছে বলে সম্প্রতি দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে বর্তমানে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: SCO Summit: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বসছে SCO, হাজির হচ্ছেন পুতিন, জিনপিং, শেহবাজ শরিফ

এদিকে ওয়াগনর বিক্ষোভের পর এই প্রথমে কোনও আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই আজ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে হাজির হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।



@endif