Russia-Ukraine War Video: রাতের অন্ধকারে রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলা, কেঁপে উঠছে ইউক্রেন, দেখুন ভিডিয়ো

রাশিয়ার ভলগোরদ প্রদেশ থেকেও ইউক্রেনের একাধিক শহর লক্ষ্য করে যেমন ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হচ্ছে, তেমনি আকাশ পথেও হামলা চলছে বলে অভিযোগ করা হয় ভলোদিমির জেলেনস্কির তরফে।

Russia Attacks Ukraine With Missile (Photo Credit: X)

দিল্লি, ২১ নভেম্বর: এবার ব্যালিস্টিক মিসাইল (Missile) ছুঁড়তেে শুরু করল রাশিয়া (Russia)। ইউক্রেনের (Ukraine) দ্রিপো (Dnipro) শহর লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়তে শুরু করে রাশিয়া। এমনই দাবি করা হল কিভের (Kyiv)তরফে। অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনের শহরের উদ্দেশে মস্কো ছুঁড়তে শুরু করেছে বলে দাবি করা হয় কিভের তরফে।

ইউক্রেনের বায়ু সেনার তরফে ২১ নভেম্বর জানানো হয়, রুশ বিমান হামলা চালিয়েছে। ফলে দিপ্রো জুড়ে সাইরেন বাজতে শুরু করে। দিপ্রো শহরের বাসিন্দারা যাতে নিরাপদ আশ্রয়ে সরে যান, সে বিষয়েও সতর্ক করে ইউক্রেনীয় সেনা।

ইউক্রেনের দিপ্রো শহরে চলছে রাশিয়ার হামলা...

 

একের পর এক ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়তে শুরু করে ইউক্রেনের এই শহরে...

 

আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়ার হামলার ভয়ে কাঁপছে আমেরিকা? বন্ধ হল কিভের মার্কিন দূতাবাস

সম্প্রতি আমেরিকার শক্তিশালী অস্ত্র ছুঁড়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেনীয় সেনা। এরপরই কিভের মার্কিন দূতাবাস বন্ধ করে দেয় ওয়াশিংটন। সেই সঙ্গে দূতাবাসে যে মার্কিনিরা রয়েছে, তাঁরা যাতে নিরাপদ জায়গায় সরে যান, সে বিষয়েও সতর্ক করে ওয়াশিংটন। ওই সতর্কতার পরই দিপ্রো শহরে হামলা চালায় রুশ সেনা।