Russia-Ukraine War: শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেন, রাশিয়ার বোমাবর্ষণে খারকিভে মৃত ২১

খারকিভে রুশ বাহিনীর এক নাগাড়ে হামলার জেরে একটি 'মেটারনিটি হাউস' ভেঙে পড়েছে বলে খবর। ইউক্রেনের জাইতোমিরে রুশ সেনার হামলার জেরে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে ওই মেটারনিটি হাউসে প্রবল বিস্ফোরণের জেরে ১৬ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

Russia-Ukraine War (Photo Credit: Twitter)

কিভ, ২ মার্চ: ২ মার্চের মধ্যে ভ্লাদিমির পুতিন ইউক্রেন দখল করবেন। সম্প্রতি রাশিয়ার উপবিদেশমন্ত্রী এমন দাবি করলেও, পুতিন বাহিনী প্রাক্তন সোভিয়েতের অংশ এখনও পর্যন্ত দখল করতে পারেনি। তবে চলতি সপ্তাহের প্রথম থেকে খারকিভ এবং কিভ জুড়ে এক নাগাড়ে বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়ান বাহিনী (Russia)। খারকিভ (Kharkiv)এবং কিভে (Kyiv) এক নাগাড়ে বোমাবর্ষণের জেরে আজ ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ১০০-রও বেশি।

রিপোর্টে প্রকাশ, খারকিভে রুশ বাহিনীর এক নাগাড়ে হামলার জেরে একটি 'মেটারনিটি হাউস' ভেঙে পড়েছে বলে খবর। ইউক্রেনের (Ukraine) জাইতোমিরে রুশ সেনার হামলার জেরে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে ওই মেটারনিটি হাউসে প্রবল বিস্ফোরণের জেরে ১৬ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Russia-Ukraine War: এখনও ইউক্রেনে আটকে বহু ভারতীয়, মাতৃভূমিতে ফেরার সময় এসেছে, পড়ুয়াদের বললেন বিমান চালক

এসবের পাশাপাশি খারকিভে এক নাগাড়ে বিস্ফোরণের জেরে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর প্রায় ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে বলে জানা যাচ্ছে।