IPL Auction 2025 Live

Russia-Ukraine War: চের্নোবিলে চোখ রাঙাচ্ছে বিপদ? পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়াকে সতর্ক করল ইউক্রেন

যুদ্ধ বন্ধ করুক রাশিয়া। ইউক্রেনে রাশিয়া বিশেষ সেনা অভিযান চালাচ্ছে বলে মস্কো দাবি করলেও, এটা গণহত্যা ছাড়া অন্য কিছু নয়। ভ্লাদিমির পুতিনের দেশের বিরুদ্ধে ফুঁসে উঠলেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা।

Chernobyl (Photo Credit: Twitter)

কিভ, ৯ মার্চ:  কিভসহ (Kyiv) ইউক্রেনের (Ukraine) বিভিন্ন শহর থেকে সাধারণ মানুষকে সরানো হোক। ইউক্রেনে রাশিয়ার (Russia) বিশেষ সেনা অভিযানে যাতে সাধারণ মানুষের মৃত্যু না হয়, সে বিষয়ে একমত যুযুধান দুই দেশ। রাশিয়ার বোমাবর্ষণের আগে কিভজুড়ে বিপদ ঘণ্টি বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। কিভ ছেড়ে মানুষ যাতে নিরাপদ জায়গায় চলে যেতে পারেন, তারজন্যই বিপদ ঘণ্টি বাজতে শুরু করে ইউক্রেনের রাজধানী শহর জুড়ে।

অন্যদিকে চের্নোবিল (Chernobyl)এবং জাপোরিঝিয়া দখলের পর সেখানকার তদারকি যাতে রুশ সেনা শুরু করে দেয়, সে বিষয়ে ইউক্রেনের তরফে আবেদন জানানো হয়। বোমাবর্ষণের জেরে চের্নোবিল যেভাবে ক্ষতিগ্রস্থ হয়, তার জেরে যে কোনও সময় সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে ইউক্রেনসহ গোটা ইউরোপ জুড়ে। ফলে রুশ সেনা যাতে শিগগিরই চের্নোবিল মেরামত করে, সে বিষয়ে আবেদন জানায় ইউক্রেন।

আরও পড়ুন:  Russia-Ukraine War: পরমাণু হামলা ঠেকাতেই চের্নোবিল, জাপোরিঝিয়া দখল করা হয়েছে, দাবি রাশিয়ার

এদিকে যুদ্ধ বন্ধ করুক রাশিয়া। ইউক্রেনে রাশিয়া বিশেষ সেনা অভিযান চালাচ্ছে বলে মস্কো দাবি করলেও,  এটা গণহত্যা ছাড়া অন্য কিছু নয়। ভ্লাদিমির পুতিনের দেশের বিরুদ্ধে ফুঁসে উঠলেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা সম্প্রতি সংবাদমাধ্যমের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন। যেখানে রাশিয়ার হামলার পর ইউক্রেনের শহরুগুলির কী অবস্থা, সেখানকার মানুষ কীভাবে দিন কাটাচ্ছেন, সেই বর্ণনা দেওয়া হয়।

ওলেনা জেলেনস্কার কথায়, সাধারণ মানুষের উপর রুশ সেনাহামলা চালাচ্ছে  না বলে মস্কোর দাবি। কিন্তু রাশিয়ার এই বিশেষ সেনা অভিযানের জেরে কত শিশুর মৃত্যু হয়েছে, সেই নাম তিনি প্রকাশ করতে পারেন। সম্প্রতি কিভের রাস্তায় বেরিয়ে রুশ গোলাবর্ষণে মৃত্যু হয় এক শিশুর। যে ছবি প্রকাশ্যে আসতেই তিনি চোখে জল ধরে রাখতে পারেননি বলে জানান ওলেনা।