Russia-Ukraine War: ইউক্রেনে ড্রোন, মিসাইল হামলা রাশিয়ার, কিভের কাছে বিস্ফোরণ; আসছে মৃত্যুর খবর
ইউক্রেনের রাজাধানী কিভের কাছে পরপর ৩টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। লুৎসক, দিপ্রো এবং জাপোরজিয়া থেকে মৃত্যুর খবর মেলে। ফলে ইউক্রেনের সাধারণ মানুষ যাতে নিরাপদ আশ্রয়ে সরে যান, তেমনই আবেদন বার বার করা হয় ইউক্রেনের প্রশাসনের তরফে।
দিল্লি, ২৬ অগাস্ট: ইউক্রেনে (Ukraine) ফের এক নাগাড়ে হামলা শুরু করল রাশিয়া (Russia)। এলার মিসাইল এবং ড্রোন (Drone) নিয়ে একযোগে ইউক্রেনে হামলা চালাতে শুরু করে রুশ সেনা। সোমবার সকাল থেকে ইউক্রেনের রাজধানী কিভ-সহ দেশের একাধিক জায়গায় হামলা চালায় রাশিয়া। যার জেরে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএফপির খবর অনুযায়ী, ইউক্রেনের রাজাধানী কিভের কাছে পরপর ৩টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। লুৎসক, দিপ্রো এবং জাপোরজিয়া থেকে মৃত্যুর খবর মেলে। ফলে ইউক্রেনের সাধারণ মানুষ যাতে নিরাপদ আশ্রয়ে সরে যান, তেমনই আবেদন বার বার করা হয় ইউক্রেনের প্রশাসনের তরফে।
এদিকে রবিবার রাতভর রাশিয়ার বেলগরোদে ইউক্রেন আকাশ পথে হামলা চালায় বলে খবর। যার জেরে রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগরদে ১৩ দমের মৃত্যুর খবর মেলে। বলেগরদে ইউক্রেন যখন হামলা শুরু করে, সেই সময় মস্কো পালটা হানাদারি চালায় কিভ-সহ একাধিক জায়গায়। যার জেরে ফের চাঞ্চল্য শুরু হয়।