Russia-Ukraine War: ইউক্রেনের মাটি কামড়ে লড়াই, ব্রিটিশ সেনা কর্মীকে পাকড়াও করল রাশিয়া

জেমসের বাবা ছেলের আটকের খবরে উদ্বিগ্ন। রুশ বাহিনী তাঁর ছেলের উপর অত্যাচার চালাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ধৃত ব্রিটিশ সেনা কর্মীর বাবা। যা নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।

Russia-Ukraine War (Photo: IANS)

দিল্লি, ২৫ নভেম্বর: এবার এক ব্রিটিশ সেনা (UK) কর্মীকে পাকড়াও করল রাশিয়া (Russia)। ইউক্রেনের (Ukraine) মাটিতে লড়াইয়ের সময়ই ওই ব্রিটিশ সেনা কর্মীকে পাকড়াও করে রুশ বাহিনী। যে খবর প্রায় হু হু করে আগুনের মত ছড়িয়ে পড়ে। কুরস্ক প্রদেশে ওই ব্রিটিশ সেনা কর্মীকে রাশিয়ার সেনা বাহিনী আটক করে বলে রিপোর্টে প্রকাশ। ধৃতের নাম জেমস স্কট অ্যান্ডারসন। রুশ বাহিনীর সঙ্গে লড়াই করছিলেন জেমস। তিনি ব্রিটিশ নাগরিক, এই খবর জানার পরই তাঁকে ধরে ফেলে পুতিন বাহিনী।

জেমসের বাবা ছেলের আটকের খবরে উদ্বিগ্ন। রুশ বাহিনী  তাঁর ছেলের উপর অত্যাচার চালাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ধৃত ব্রিটিশ সেনা কর্মীর বাবা।  রাশিয়ার সংবাদ সংস্থা তাস-এর তরফে ব্রিটেনের নাগরিকের পাকড়াও করার খবর প্রকাশ করা হয়। যা নিয়ে বর্তমানে শুরু হয়েছে জোর চর্চা।