Russia-Ukraine War: ন্যাটো অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করলে ফল ভুগতে হবে, সতর্ক করল রাশিয়া
সার্গেই শোইগু জানান, এই মুহূর্তে মারিউপল রুশ সেনার কবজায়। রাশিয়া চায় মারিউপলে সুশাসন জারি করতে। রুশ সেনার অধানে থেকেই মারিউপলে সুশাসন জারি সম্ভব বলে মত প্রকাশ করেন সার্গেই শোইগু।
মস্কো, ৪ মে: ইউক্রেনে (Ukraine) হানাদারির মাঝে এবার ফের ন্যাটোর (NATO) বিরুদ্ধে সুর চড়াল রাশিয়া। ন্যাটোর অস্ত্র বোঝাই গাড়ি বা বিস্ফোরক যদি ইউক্রেনে আসে, তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে। এভাবেই সুর চড়ালেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু। তিনি অভিযোগ করেন, আমেরিকা ন্যাটোকে সঙ্গে নিয়ে সমানে ইউক্রেনের মানুষকে উসকানি দিচ্ছে। যদি আমেরিকার (US) ইন্ধনে ন্যাটো কোনও অস্ত্র বা বিস্ফোরক ইউক্রেনীয় সেনাকে দিয়ে সাহায্য করে, তাহলে তার ফল ভুগতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় মস্কোর তরফে।
এসবের পাশাপাশি সার্গেই শোইগু জানান, এই মুহূর্তে মারিউপল রুশ (Russia) সেনার কবজায়। রাশিয়া চায় মারিউপলে সুশাসন জারি করতে। রুশ সেনার অধানে থেকেই মারিউপলে সুশাসন জারি সম্ভব বলে মত প্রকাশ করেন সার্গেই শোইগু।
আরও পড়ুন: Salman Khan: ইদের পার্টিতে সলমনের কাছে শেহনাজের বায়না, বলিউড 'ভাইজানকে' চুম্বন অভিনেত্রীর
ইউক্রেনের ৬টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করে রাশিয়া। ফলে আমেরিকা এবং পশ্চিমী বিশ্ব যদি কোনওভাবে কিভকে সাহায্য করার কথা ভাবে, তাহলে তার ফল ভাল হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে মস্কোর তরফে।