Russia-Ukraine War: 'ইউক্রেনকে মান্যতা দিতে রাজি নয় ন্যাটো', পশ্চিমী বিশ্বের বিরুদ্ধে ফুঁসে উঠলেন জেলেনস্কি

ন্যাটোর সদস্যপদ পেতে কারও কাছে হাটু মুড়ে বসে ভিক্ষা চাওয়ার মতো দেশের প্রেসিডেন্ট তিনি থাকতে চান না বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Volodymyr Zelenskyy (Photo Credit: Twitter)

কিভ, ৯ মার্চ:  ইউক্রেনকে (Ukraine) মান্যতা দিতে রাজি নয় ন্যাটো ( Nato)। সেই কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ন্যাটো নামছে না। ইউক্রেনে রাশিয়ার হানাদারির ২ সপ্তাহ পর ফের তোপ দাগলেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার (Russia) সঙ্গে সম্মুখ সমরে নামতে চাইছে না ন্যাটো। রুশ সেনার মোকাবিলায় কোনও কারণে ন্যাটো সরে থাকছে। পাশাপাশি কোনও বিতর্কিত বিষয়েও নিজেদের জড়াতে চাইছে না ন্যাটো। সেই কারণে রাশিয়ার হামলার হাত থেকে ইউক্রেনকে রক্ষা করতে ন্যাটো এগিয়ে আসছে না বলে মন্তব্য করেন জেলেনস্কি। ইউক্রেনের প্রতি ন্যাটোর মনোভাব প্রত্যক্ষ করার পর তিনি আর সাহায্য চাইছেন না। এমনকী, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার জন্য তিনি জোর জবরদস্তিও করছেন না বলে মন্তব্য করেন ভলোদদিমির জেলেনস্কি।

ন্যাটোর সদস্যপদ পেতে কারও কাছে হাটু মুড়ে বসে ভিক্ষা চাওয়ার মতো দেশের প্রেসিডেন্ট তিনি থাকতে চান না বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

আরও পড়ুন:  Russia-Ukraine War: জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল কিভ, ইউক্রেনের রাজধানীতে নিহত ৩, আহত ৩ শিশু

এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেন যাতে কোনওভাবেই ন্যাটোয় যোগ না দেয়। ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে গোটা বিশ্ব জুড়ে ফের ঠাণ্ডা যুদ্ধ শুরু হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে মস্কোর তরফে। ন্যাটোয় যোগদান মানেই পশ্চিমী বিশ্বের দাদাগিরি। ইউক্রেন ন্যাটোয় যোগ দিক, রাশিয়া তা কখনও মেনে নেবে না বলেও মস্কোর তরফে সাফ জানানো হয়েছে।