IPL Auction 2025 Live

Russia-Ukraine War: রাশিয়ার আগ্রাসন অব্যাহত, আজ সকালে পরপর ৩বার জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল কিভ

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযান চালায় রাশিয়া। ২৪ ফেব্রুয়ারির পর থেকে ইউক্রেনের একাধিক বড় শহরে রুশ সেনার টহলদারি চোখে পড়ে। এমনকী, খারকিভ থেকে ওডেশা কিংবা মারিউপল, ইউক্রেনের অন্যতম বড় শহরগুলি দখলের চেষ্টা শুরু করে পুতিন বাহিনী।

Russia-Ukraine War (Photo Credit: Twitter)

কিভ, ১৫ মার্চ:  ফের বিস্ফোরণে কেঁপে উঠল কিভ (Kyiv)। পরপর ৩টি শক্তি শালী বিস্ফোরণে (Blast) মঙ্গলবার সকালে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী শহর। সংবাদ সংস্থা এপির তরফে এমনই খবর প্রকাশ করা হয়েছে। তবে কিভের ঠিক কোন অঞ্চলে পরপর ৩বার আজ বিস্ফোরণ হয়, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য এখনও মেলেনি। প্রসঙ্গত সোমবারও জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে কিভ। যার জেরে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মেলে। আহত হন আরও বেশ কয়েকজন সাধারণ নাগরিক। সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ফের পরপর ৩বার শক্তিশালী বিস্ফোরণের শব্দ কানে আসে কিভ থেকে।

আরও পড়ুন:  Russia-Ukraine War: রুশ ফৌজই যথেষ্ট, ইউক্রেনে বিশেষ সেনা অভিযানে চিনের সাহায্য় চাই না, জানালেন পুতিন

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে (Ukraine) বিশেষ সেনা অভিযান চালায় রাশিয়া। ২৪ ফেব্রুয়ারির পর থেকে ইউক্রেনের একাধিক বড় শহরে রুশ সেনার টহলদারি চোখে পড়ে। এমনকী, খারকিভ থেকে ওডেশা কিংবা মারিউপল, ইউক্রেনের অন্যতম বড় শহরগুলি দখলের চেষ্টা শুরু করে পুতিন বাহিনী। তবে এখনও পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিভ দখল করতে পারেনি রাশিয়া। রুশ সেনার (Russia) হামলার মুখে পড়ে পালটা রুখে দাঁড়াতে শুরু করেছে ইউক্রেনের সেনা।

তবে দুই দেশের যুদ্ধ পরিস্থিতির দাপটে ক্রমাগত ঘরছাড়া হচ্ছেন ইউক্রেনের বহু মানুষ। রাশিয়ার ভয়ে কেউ পার্শ্ববর্তী দেশ পোলান্ড (Poland) বা কেউ হাঙ্গেরিতে পাড়ি দিচ্ছেন। ইউক্রেনের মানুষ যেভাবে দেশ ছেড়ে বিদেশে গিয়ে শরণার্থী হিসেবে আস্রয় নিচ্ছেন, তাতে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ (UN)।