Russia-Ukraine War: বুচা থেকে উদ্ধার ৪১০টি মৃতদেহ, ইউক্রেনে 'নির্মম হত্যালীলা' পুতিন বাহিনীর? তদন্ত

ইউক্রেনের এক পদস্থ আধিকারিক ইরিনা ভেনেদিকতোভা জানান, কিভের অদূরে বুচা থেকে ৪১০টি মৃতদেহ উদ্ধারের পর সেগুলির নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। কী কারণে ওই ৪১০ জনের মৃত্যু হল একসঙ্গে, সে বিষয়ে জেলেনস্কি সরকারের তরফে তথ্য অনুসন্ধান করা হচ্ছে বলেও জানানো হয়।

Russia-Ukraine War (Photo Credit: Reuters)

কিভ, ৪ এপ্রিল:  রাশিয়ার (Russia) হানাদারির মাঝে এবার বুচা থেকে উদ্ধার ৪১০টি মৃৃতদেহ। ইউক্রেনের রাজধানী কিভ (Kyiv)  থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের বুচা থেকে কীভাবে ওই ৪১০টি মৃতদেহ উদ্ধার করা হল, তা নিয়ে ধ্বন্দে স্থানীয় প্রশাসন। বুচা শহর থেকে ৪১০ জনের মৃতদেহ উদ্ধারের পর সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর।

ইউক্রেনের (Ukraine) এক পদস্থ আধিকারিক ইরিনা ভেনেদিকতোভা জানান, কিভের অদূরে বুচা থেকে ৪১০টি মৃতদেহ উদ্ধারের পর সেগুলির নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। কী কারণে ওই ৪১০ জনের মৃত্যু হল একসঙ্গে, সে বিষয়ে জেলেনস্কি সরকারের তরফে তথ্য অনুসন্ধান করা হচ্ছে বলেও জানানো হয়। পাশাপাশি ওই মৃতদেহগুলির ডিএনএ পরীক্ষাও করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:  Sri Lanka Crisis: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা, সিংহলীদের চরম সঙ্কট কাটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রেসিডেন্টের

ইউক্রেনে হানাদারি চালানোর পর সে দেশের মানুষের উপর  'যুদ্ধ অপরাধ' চালাচ্ছে পুতিন বাহিনী। গোটা বিশ্বের সামনে রুশ সেনার নির্মম অত্যাচারের কাহিনী তুলে ধরতেই বুচা থেকে উদ্ধার ওই মৃতদেহগুলির ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলেনস্কি সরকারের তরফে।