Russia-Ukraine War: উত্তর থেকে পূর্ব, কিভের একাধিক জায়গায় হামলা, রাশিয়ার মিসাইলে মৃত্যু, আহতের সংখ্যা বাড়ছে
ইউক্রেনের একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রুশ বাহিনীকে সাহায্য করছে। রুশ সেনা যাতে মারিউপল দখল করতে পারে, তারজন্য বিচ্ছিন্নতাবাদীরা তাদের সাহায্য করছে বলে দাবি রাশিয়ার। ফলে মারিউপলের সিটি সেন্টারে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনা বাহিনীর লড়াই শুরু হয়েছে বলেও খবর।
কিভ, ১৮ মার্চ: কিভের (Kyiv) উত্তর অংশে হামলা চালাল রাশিয়ার (Russia) মিসাইল। রুশ মিসাইল হামলার জেরে উত্তর কিভে ১ জনের মৃত্যু হয়। আহত আরও ৪ জন বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে পূর্ব ইউক্রেনেও শুক্রবার সকালে হামলা চালায় রুশ বোমারু বিমান। যার জেরে কমপক্ষে ২৫ জন আহত বলে খবর।
ইউক্রেন (Ukraine) যখন রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছে, সেই সময় মস্কোর দাবি, লুহানস্ক প্রদেশের ৯০ শতাংশ দখল করা হয়েছে। লুহানস্ক রিপাবলিকের ৯০ শতাংশ আপাতত রুশ বাহিনীর অধীনে বলে দাবি করা হয় মস্কোর তরফে। প্রসঙ্গত, লুহানস্ক প্রদেশের মানুষের ভিসা থেকে শুরু করে চিকিৎসা বা যাবতীয় প্রয়োজনে মেটানো হয় রাশিয়ার তরফে। যার জেরে লাহনস্ক প্রদেশ পুতিন (Vladimir Putin) বাহিনী আগেই দখল করেছে। এমনই দাবি ক্রেমলিনের (Kremlin)।
এসবের পাশাপাশি ইউক্রেনের একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রুশ বাহিনীকে সাহায্য করছে। রুশ সেনা যাতে মারিউপল দখল করতে পারে, তারজন্য বিচ্ছিন্নতাবাদীরা তাদের সাহায্য করছে বলে দাবি রাশিয়ার। ফলে মারিউপলের সিটি সেন্টারে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনা বাহিনীর লড়াই শুরু হয়েছে বলেও খবর।