Russia Attacks Ukraine: ইউক্রেনের ওপর সবচেয়ে হামলায় ৫৮০টি ড্রোন, ৪০টি মিসাইল ছুড়ল রাশিয়া, সর্বশক্তিতে ঝাঁপালেন পুতিন

ইউক্রেন যুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাল রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির সব দাবি উড়িয়ে ইউক্রেনকে ধ্বংস করতে সব চেষ্টা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, রাশিয়া তাদের দেশ রাতভর চালিয়েছে।

Russia Launches Attacks on Ukraine. (Photo Credits:X)

Russia Attacks Ukraine: ইউক্রেন যুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাল রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে (President Donald Trump)-র যুদ্ধবিরতির সব দাবি উড়িয়ে ইউক্রেনকে ধ্বংস করতে সব চেষ্টা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) জানালেন, রাশিয়া তাদের দেশ রাতভর চালিয়েছে। যা বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলকে নিশানা করে ছোড়া হয়েছে ৪০টি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় ৫৮০টি বিভিন্ন ধরণের ড্রোন।

জেলেনস্কির দাবি, সাম্প্রতিককালে ইউক্রেনের বুকে এটা রাশিয়ার সবচেয়ে বড় হামলা

জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, "রাতভর আমাদের আকাশরক্ষীরা দুর্দান্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। বিশেষ ধন্যবাদ আমাদের এফ-১৬ পাইলটদের, যারা আবারও প্রমাণ করলেন ক্রুজ মিসাইল প্রতিরোধে তাঁদের দক্ষতা।" ইউক্রেনে হামলার মূল লক্ষ্য ছিল ডিনিপ্রো শহর ও আশপাশের এলাকা। এছাড়া মিকোলাইভ, চেরনিহিভ, জাপোরিঝঝিয়া, পোলতাভা, কিয়েভ, ওডেসা, সুমি ও খারকিভ অঞ্চলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রোতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে সরাসরি আঘাত হেনেছে ক্লাস্টার মুনিশন সম্বলিত মিসাইল।

দেখুন ভিডিও

৩ জনের মৃত্যু ও ১২জন জখম

ইউক্রেন সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১২ জন গুরুতর জখম হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে দুজন মহিলা ও একটি নাবালকও আছে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ,"এই ধরনের হামলা কোনো সামরিক প্রয়োজনে নয়, বরং সরাসরি সাধারণ নাগরিকদের আতঙ্কিত করা ও অবকাঠামো ধ্বংস করার কৌশল।"

পুতিনকে আক্রমণ জেলেনস্কির

জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, "এখনই জরুরি ভিত্তিতে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অস্ত্র সরবরাহ বৃদ্ধি, এবং রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।" তাঁর কথায়, "প্রতিটি নতুন নিষেধাজ্ঞা মানুষের জীবন রক্ষা করে।"এই হামলা ইউক্রেন যুদ্ধকে আরও জটিল করে তুলল বলে মনে করছে বিশ্লেষকরা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement