Sri Lanka Economic Crisis: শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদে এবার রনিল বিক্রমাসিঙ্ঘে

গোতবয়া রাজাপাক্ষে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যেতেই শ্রীলঙ্কার (Sri Lanka Economic Crisis) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। এদিকে আজই রাষ্ট্রপতির পদ ছেড়েছেন গোতবয়া রাজাপাক্ষে

Sri Lanka Prime Minister Ranil Wickremesinghe (Pic Credit: IANS)

কলম্বো, ১৩ জুলাই:  গোতবয়া রাজাপাক্ষে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যেতেই শ্রীলঙ্কার (Sri Lanka Economic Crisis) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। এদিকে আজই রাষ্ট্রপতির পদ ছেড়েছেন গোতবয়া রাজাপাক্ষে। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমতা পেয়েই দ্বীপরাষ্ট্রের পশ্চিমাংশে কার্ফিউ জারি করেছেন রনিল বিক্রমাসিঙ্ঘে। সেখানেই রাজধানী কলম্বোর অবস্থান। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন তিনি। আরও পড়ুন-Saptashrungi Temple: রক্ষণাবেক্ষণের জন্য ৪৫ দিন বন্ধ থাকবে সপ্তশ্রুঙ্গি মন্দিরের দরজা

প্রধানমন্ত্রীর অফিস ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ শূন্যে  গুলি চালাচ্ছে, কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির প্রাসাদ, অফিস ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দখল করে রেখেছে। তারাই এবার জরুরি অবস্থা ও কার্ফিউ লঙ্ঘন করে দেশের জনগণকে রাজধানী কলম্বোয় ভিড় করতে বলছে।

কোনও বিক্ষোভকারী হিংসাত্মক হয়ে উঠলে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন রনিল বিক্রমাসিঙ্ঘে। কোনও গাড়ি কলম্বো অভিমুখে এলে তাকে আগেভাগেই থামিয়ে দিতে হবে। জাতীয় টেলিভিশন সম্প্রচারও বন্ধ হয়ে গেছে।