Modi On Order Of The Nile: 'অর্ডার অফ দ্য নীল' দেওয়ার জন্য মিশরের সরকার ও জনগণকে টুইটে ধন্যবাদ জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদির

রবিবার মিশরের সর্বোচ্চ সরকারি সম্মান অর্ডার অফ দ্য নীল পুরস্কার দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তার জন্য মিশরের সরকার ও জনগণকে টুইট করে ধন্যবাদ জ্ঞাপন করলেন তিনি।

ফাইল ফটো (Photo Credits: ANI)

কায়রো: রবিবার মিশরের (Egypt) সর্বোচ্চ সরকারি সম্মান (Highest State honour) অর্ডার অফ দ্য নীল (Order of the Nile) পুরস্কার দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi)। তার জন্য মিশরের সরকার (Egypt Government) ও জনগণকে টুইট (tweets) করে ধন্যবাদ জ্ঞাপন করলেন তিনি।

টুইটে তিনি লেখেন, "আমি অত্যন্ত বিনয়ের (great humility) সঙ্গে অর্ডার অফ দ্য নীল পুরস্কার গ্রহণ করছি (accept)। এই সম্মান জানানোর জন্য আমি মিশরের সরকার ও জনগণকে ধন্যবাদ (thank) জানাই। এটা ভারত এবং আমাদের দেশের জনগণের প্রতি তাঁদের আন্তরিক উষ্ণতা (warmth) এবং ভালোবাসার (affection) নিদর্শন।" আরও পড়ুন: Peshawar: পাকিস্তানের পেশোয়ারে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের গুলিতে খুন শিখ ব্যবসায়ী



@endif