Oil Field Found In Iran: বদলে যাবে দেশের অর্থনীতি, ইরানে আবিষ্কৃত নতুন তেলের খনি

সম্প্রতি ইরানে (Iran) সন্ধান মিলেছে নতুন একটি তেলের খনির (Oil Field)। গতকাল রবিবার এমনই জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট হাসান রুহানি (Hassan Rouhani)। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশে নতুন এই তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে। এই তৈলক্ষেত্রটির আয়তন প্রায় ২,৪০০ বর্গ কিলোমিটার।

প্রেসিডেন্ট হাসান রুহানি (Photo Credits: PTI/File Image)

তেহেরান, ১১ নভেম্বর: সম্প্রতি ইরানে (Iran) সন্ধান মিলেছে নতুন একটি তেলের খনির (Oil Field)। রাজ্যের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে

গতকাল রবিবার এমনই জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট হাসান রুহানি (Hassan Rouhani)। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশে নতুন এই তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে। এই তৈলক্ষেত্রটির আয়তন প্রায় ২,৪০০ বর্গ কিলোমিটার।

ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্রটি রয়েছে আহভাজে। সেখানে ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেল (Oil) মজুদ রয়েছে। নতুন যে তৈল ক্ষেত্রটির সন্ধান পাওয়া গিয়েছে তাতে ৫,৩০০ কোটি ব্যারেল তেল মজুদ থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম ইরান। কিন্তু পরমাণু চুক্তি নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার জেরে দেশটির তেল বিক্রি অনেক ধাক্কা খেয়েছে। যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতির (Economy) ওপর। তেহরানের দাবি, ইরান তেল উত্তলন মাত্র ১ শতাংশ বাড়ালেই তাদের আয় ৩,২০০ কোটি মার্কিন ডলার বেড়ে যাবে। ইরানের অর্থনীতি মূলত তেল নির্ভর। ফলে নতুন এই তেলের খনি দেশের অর্থনীতিতে নয়া শক্তির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। খুজেস্তান প্রদেশে আবিষ্কৃত নতুন খনিটি সেদেশের দ্বিতীয় বৃহত্তম তেলের খনি হতে চলেছে। এখানে যে পরিমাণ তেল মজুদ রয়েছে বলে তথ্য মিলেছে তাতে ইরানের মোট সঞ্চিত তৈল ভান্ডার এক ধাক্কায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। আরও পড়ুন: Husband Killed Wife And Hangs Himself: হৃত্বিক রোশনের ওপর 'ক্রাশ', হিংসায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক

উল্লেখ্য, তেলসমৃদ্ধ মুসলিম রাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্র ইরান। প্রতিবছর দেশটি তেল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এদিন ইরানের মধ্যাঞ্চলীয় ইয়ায্‌দ শহরে এক সমাবেশে (Convention) তেলের খনি আবিষ্কারের বিষয়টি তুলে ধরেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র (USA) শত্রুতা রাখলেও আমরা এই আবিষ্কার করতে সক্ষম হয়েছি। কোন শত্রুই ইরানের উন্নতি রুখে দিতে পারবে না। খনিটি আমাদের অন্যতম বৃহত্তম একটি খনি। এটি এতটাই বিশাল যে বোস্তান থেকে শুরু করে উমিদেহ পর্যন্ত এটির বিস্তৃতি। এটি প্রায় ২,৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। খনি ভূগর্ভে প্রায় ৮০ মিটার পর্যন্ত গভীর।