Donald Trump Impeached: ক্যাপিটল হামলার জের, আমেরিকার ইতিহাসে প্রথম প্রসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ইমপিচ হলেন ডোনাল্ড ট্রাম্প
দ্বিতীয়বারের জন্য ইমপিচমেন্টের মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। আমেরিকার ইতিহাসে এ ঘটনা প্রথম। এর আগে কোনও প্রেসিডেন্টকেই দ্বিতীয় বারের জন্য ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়নি। মূলত গত সপ্তাহে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল হামার ফলশ্রুতিই হল প্রেসিডেন্টের এই ইমপিচমেন্ট। বুধবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ২৩২ জন ডেমোক্র্যাট ছাড়াও ১০ জন রিপাবলিকানও ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে ভোট দিয়েছেন। ইমপিচমেন্টের পরেই এক বিবৃতিতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জানান, “কোনও হিংসা, আইন অমান্য বা ভাঙচুর চলবে না।”
ওয়াশিংটন, ১৪ জানুয়ারি: দ্বিতীয়বারের জন্য ইমপিচমেন্টের মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। আমেরিকার ইতিহাসে এ ঘটনা প্রথম। এর আগে কোনও প্রেসিডেন্টকেই দ্বিতীয় বারের জন্য ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়নি। মূলত গত সপ্তাহে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল হামার ফলশ্রুতিই হল প্রেসিডেন্টের এই ইমপিচমেন্ট। বুধবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ২৩২ জন ডেমোক্র্যাট ছাড়াও ১০ জন রিপাবলিকানও ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে ভোট দিয়েছেন। ইমপিচমেন্টের পরেই এক বিবৃতিতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জানান, “কোনও হিংসা, আইন অমান্য বা ভাঙচুর চলবে না।” আরও পড়ুন-Sougata Roy vs Sovan Chatterjee: ‘রবিনা ট্যান্ডনের সঙ্গে নেচেছি আবার ভোটেও জিতেছি, শোভনকে পাল্টা কটাক্ষ সৌগত রায়ের
প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রসঙ্গে ডেমোক্র্যাট সেনেটর চাক স্কুমার বলেছেন, “ট্রাম্পই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট যাঁকে দু’বার ইমপিচমেন্টের মুখোমুখি হতে হল। হাউস অব রিপ্রেজেনটিভের মতো সেনেটকেও বিষয়টি কার্যকর করতে হবে।’’
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম বারের জন্য ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। তখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বাইডেনকে কালিমালিপ্ত করার চেষ্টার পাশাপাশি তদন্ত প্রক্রিয়ার বাধা দিয়ে ইমপিচমেন্টের মুখে পড়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট। গত ১৩ মাসে দ্বিতীয় বার ইমপিচমেন্টের মুখোমুখি ট্রাম্প। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের কাছে হারার পরেই ভোটে কারচুপির অভিযোগ এনেছেন ট্রাম্প। এদিকে আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন জো বিডেন। সে দিনই খুলবে সেনেট। অন্যদিকে হেরে গিয়ে ট্রাম্প কখনও বলেছেন ভোটের ফল মানি না। কখনও বলেছেন, তাঁকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। তারপর এক জনসভায় নিজের শক্তি প্রদর্শনের কথা বলতেই ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হামলার মতো নিন্দনীয় ঘটনায় জড়িয়ে পড়ে।
এদিকে ট্রাম্পের দ্বিতীয়বারের ইমপিচমেন্টের খবরে হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ‘‘আজ হাউস দেখাল প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নন।”