Polio in Gaza: যুদ্ধকবলিত গাজায় ২৫ বছরে প্রথমবার শনাক্ত পোলিও রোগী, শিশু টিকাকরণে যুদ্ধবিরতির আর্জি রাষ্ট্রসংঘের

গাজা উপত্যকার ১০ মাস বয়সী এক শিশুর শরীরে পরীক্ষা করে রোগটি শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রসংঘের মতে, যুদ্ধের ১১তম মাসে গাজায় পোলিও টিকাকরণ করা হয়নি, যদিও জুনে কিছু অঞ্চলটির নোংরা ফেলার জল থেকে সংগ্রহ করা নমুনায় টাইপ ২ পোলিও ভাইরাস শনাক্ত করা হয়েছিল

Disable Kid (Representational Image) (Photo Credit: @abrahammatar/ X)

সম্প্রতি গাজায় ২৫ বছরের মধ্যে প্রথম পোলিও (Polio) রোগী শনাক্ত হয়েছে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (UN chief Antonio Guterres) কয়েক লক্ষ শিশুকে টিকা দেওয়ার জন্য ইজরায়েল-হামাস যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন। প্যালেস্টাইনের রামাল্লার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, জর্ডনের মধ্যাঞ্চলীয় গাজা উপত্যকার ১০ মাস বয়সী এক শিশুর শরীরে পরীক্ষা করে রোগটি শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রসংঘের মতে, যুদ্ধের ১১ মাসে গাজায় পোলিও টিকাকরণ করা হয়নি, এর আগে জুনে কিছু অঞ্চলটির নোংরা ফেলার জল থেকে সংগ্রহ করা নমুনায় টাইপ ২ পোলিও ভাইরাস শনাক্ত করা হয়েছিল। টাইমস অফ ইজরায়েলের খবর অনুসারে, পোলিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ রয়েছে বলে প্রথমে সন্দেহ করে চিকিৎসকরা। জর্ডনের রাজধানী আম্মানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। M-Pox Case: এম-পক্সের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার একদিন পরেই সুইডেন-পাকিস্তানে প্রথম এম-পক্স কেস

গুতেরেস ৬ লক্ষ ৪০ হাজারেরও বেশি শিশুকে টিকা দেওয়ার জন্য গাজা যুদ্ধে সাত দিনের বিরতির আহ্বান জানানোর পরপরই এই মামলাটি সামনে আসে। রাষ্ট্রসংঘের স্বাস্থ্য ও শিশু বিষয়ক সংস্থাগুলো জানিয়েছে, তারা এ মাসের শেষের দিকে যুদ্ধকবলিত প্যালেস্টাইন ভূখণ্ড শিশুদের কাছে পৌঁছানোর বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে। তবে এর জন্য ইজরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ে বিরতি প্রয়োজন হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ। তারা জানিয়েছে, টাইপ-২ পোলিও ভাইরাসের (সিভিডিপিভি২) বিরুদ্ধে আগস্টের শেষ থেকে গাজা উপত্যকায় দুই দফা টিকাকরণ কর্মসূচির পরিকল্পনা করছে তারা। হামাস কর্মকর্তা ইজ্জত আল-রিশক শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, গোষ্ঠীটি সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির অনুরোধকে সমর্থন করে। তবে ইজরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।



@endif