Rishi Sunak: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী ঋষি সুনক? ইনফোসিস কর্তার মেয়ে অক্ষতার চা দিয়ে আপ্যায়ন সাংবাদিকদের
ইনফোসিস কর্তার কন্যা অক্ষতা মূর্তি বাড়ির বাইরে অপেক্ষারত সাংবাদিকদের জন্য যে কাপে করে চা নিয়ে যান, তার এক একটির মূল্য ভারতীয় মুদ্রায় ৩,৬২৬ টাকা। এক একটি কাপের যে দাম, তা দিয়ে একটি পরিবারের ২ দিন চলে যাবে বলে জানা যায়।
বরিস জনসনের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর বাড়ি থেকে বের হননি ঋষি সুনক। ভারতীয় বংশোদ্ভুদ ঋষি সুনকই (Rishi Sunak) এবার ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে। ঋষি সুনকের এক ঝলক দেখা পেতে তাঁর বাড়ির বাইরে যখন সাংবাদিকরা অপেক্ষা করছেন, সেই সময় অক্ষতা মূর্তিকে (Akshata Murty) দেখা যায় আতিথেয়তা করতে। সাংবাদিকদের জন্য চা, কফি, বিস্কুট, ড্রাই ফ্রুটসের ব্যবস্থা করেন নারায়ণ মূর্তির কন্যা অর্থাৎ সুনকের স্ত্রী। অক্ষতা মূর্তি ট্রে-তে সাংবাদিকদের জন্য চা নিয়ে যাচ্ছেন, সেই ছিব ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
রিপোর্টে প্রকাশ, ইনফোসিস কর্তার কন্যা অক্ষতা মূর্তি বাড়ির বাইরে অপেক্ষারত সাংবাদিকদের জন্য যে কাপে করে চা নিয়ে যান, তার এক একটির মূল্য ভারতীয় মুদ্রায় ৩,৬২৬ টাকা। এক একটি কাপের যে দাম, তা দিয়ে একটি পরিবারের ২ দিন চলে যাবে বলে জানা যায়।
আরও পড়ুন: Amarnath Cloudburst: অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি, উদ্ধার ১৫ মৃতদেহ, দুর্গতদের খোঁজে তল্লাশি
যদিও ঋষি সুনকের নিন্দুকরাও রয়েছেন। মহামারীর সময় ঋষি সুনক সাধারণ মানুষের কথা না ভেবে কর অনেকটাই বাড়িয়ে দেন বলে কটাক্ষ করেন অনেকে।