Laden Was Pakistan's Hero: লাদেন ছিলেন পাকিস্তানের হিরো! বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের

জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) যে সমস্ত ভারতীয় সেনারা (Indian Army) ছিলেন, তাদের লড়াই করতে প্রশিক্ষণ দেওয়া হত পাকিস্তানে (Pakistan)। ইসলামি জঙ্গি গোষ্ঠী (Terrorist Group) মুজাহিদ্দিনের (Mujahideen) হয়ে প্রশিক্ষণ দেওয়া হত তাদের। জিহাদি জঙ্গিরা পাকিস্তানের নায়ক (Hero)! সম্প্রতি এক সাক্ষাৎকারে (Interview) এমন বিতর্কিত মন্তব্য করেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ (Pervez Musharraf)।

পারভেজ মুশারফ (Photo Credit:Twitter@APMLOfficial)

ইসলামাবাদ, ১৪ নভেম্বর: জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) যে সমস্ত ভারতীয় সেনারা (Indian Army) ছিলেন, তাদের লড়াই করতে প্রশিক্ষণ দেওয়া হত পাকিস্তানে (Pakistan)। ইসলামি জঙ্গি গোষ্ঠী (Terrorist Group) মুজাহিদ্দিনের (Mujahideen) হয়ে প্রশিক্ষণ দেওয়া হত তাদের। জিহাদি জঙ্গিরা পাকিস্তানের নায়ক (Hero)! সম্প্রতি এক সাক্ষাৎকারে (Interview) এমন বিতর্কিত মন্তব্য করেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ (Pervez Musharraf)।

এই সাক্ষাৎকারে প্রাক্তন পাক প্রেসিডেন্টকে বলতে শোনা গিয়েছে, মৃত আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন (Osama bin Laden) পাকিস্তানের নায়ক! সেই সঙ্গে আয়মান আল জাওয়াহিরি, জালালউদ্দিন হাক্কানীর মত জঙ্গিদেরও পাকিস্তানের নায়ক বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছেন তিনি। গতকাল বুধবার পাকিস্তানের রাজনীতিবিদ ফারহাতুল্লা বাবর (Farhatullah Babar) মুশারফের ওই সাক্ষাত্‍কারটি ট্যুইট করে শেয়ার করেন। সেখানেই মুশারফকে বলতে শোনা গিয়েছে, কাশ্মীরিদের মুজাহিদিন হিসেবে ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করার প্রশিক্ষণ দেওয়া হয় পাকিস্তানে এমন বিতর্কিত তথ্য। পাকিস্তানে যাওয়া কাশ্মীরিদের সেখানে হিরোর অভ্যর্থনা জানানো হয় বলেও জানিয়েছেন তিনি। সন্ত্রাসবাদীরা পাকিস্তানে নায়কের সম্মান পান বলে সাক্ষাত্‍কারে বলতে শোনা গিয়েছে প্রাক্তন পাক প্রেসিডেন্টকে। আরও পড়ুন: 'প্লে বয়' ইমরান খান-এর সরকারকে নভেম্বরেই ক্ষমতাচ্যুত করতে পারে পাক সেনা, দাবি বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী-র

ওই ভিডিওতে মুশারফকে আরও বলতে শোনা গিয়েছে, ১৯৭৯ সালে আফগানিস্তানে (Afghanistan) আমরাই নিজেদের স্বার্থে ধর্মীয় সন্ত্রাসবাদ ঢোকাই। সারা দুনিয়া থেকে মুজাহিদিনদের আমরা নিয়ে আসি। তাদের প্রশিক্ষণ দিই। অস্ত্র সরবরাহ করি। তারপর গোটা পৃথিবীর পরিবেশ বদলে গেল। আমাদের নায়কেরা সবার চোখে খলনায়ক হয়ে গেলেন।



@endif